TRENDING:

Happy Kiss Day 2021: পর্দার বাইরে বলিউডের তারকাদের এই চুম্বনের দৃশ্য এখনও ভোলা যায় না!

Last Updated:
আজ কিস ডে-তে একবার দেখে নেওয়া যাক যে এই তারকারা বাস্তব জীবনে কী ভাবে উদযাপন করেছেন চুম্বনের মুহূর্ত!
advertisement
1/10
পর্দার বাইরে বলিউডের তারকাদের এই চুম্বনের দৃশ্য এখনও ভোলা যায় না!
• আলিঙ্গন দিবস বা হাগ ডে’র পরেই অবধারিত ভাবে এসে পড়ে চুম্বন দিবস বা কিস ডে (Kiss Day)। একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে আরও কিছুটা উষ্ণতা ছড়িয়ে দেওয়ার দিন হল আজ। চুম্বনের কথা উঠলেই বলিউডের তারকাদের প্রসঙ্গ উঠবেই। সিনেমায় তাঁরা অসংখ্যবার নকল চুম্বন করেছেন ঠিকই। সেই সব কথা বাদ দিয়ে আজ কিস ডে-তে একবার দেখে নেওয়া যাক যে এই তারকারা বাস্তব জীবনে কী ভাবে উদযাপন করেছেন চুম্বনের মুহূর্ত!
advertisement
2/10
• মহেশ বাবু (Mahesh Babu) ও নম্রতা শিরোদকরকে (Namrata Shirodkar) এক কথায় আদর্শ স্বামী-স্ত্রীর আখ্যা দেওয়া যেতে পারে। মডেলিংয়ের আকর্ষণীয় কেরিয়ার এবং বলিউডের হাতছানি এড়িয়ে মহেশকে বিয়ে করেন নম্রতা। শত্তুরের মুখে ছাই দিয়ে দিব্যি ঘর সংসার করছেন তিনি। দক্ষিণের মহাতারকা মহেশের ছবি ভারত আনে নেনু (Bharat Ane Nenu) সফল হওয়ায় প্রকাশ্যে নম্রতাকে চুম্বন করেন তিনি। ক্যাপশন দেন- থ্যাঙ্ক ইউ মাই লাভ।
advertisement
3/10
• এখন তাঁরা আইনত একসঙ্গে থাকেন না ঠিকই, কিন্তু অসংখ্য মেয়ের মন ভেঙে যখন হৃতিক রোশন (Hrithik Roshan) সুজান খানকে (Sussanne Khan) বিয়ে করেন, তখন সেটা চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। অবশ্য বিবাহবিচ্ছেদের পরেও বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। এই ছবি সেই সুখের সময়ের যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছিলেন তাঁরা।
advertisement
4/10
• বয়সের তফাৎকে তুড়ি মেরে উড়িয়ে সিনেমা জগতের বাইরের মেয়ে মীরা রাজপুতকে (Mira Rajput) বিয়ে করেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। এর আগে শাহিদের সঙ্গে বহু নায়িকার নাম জড়ালেও এখন শাহিদ মীরা-অন্ত প্রাণ। এই ছবিটি তাঁদের উথালপাথাল প্রেমেরই প্রমাণ, যখন দু'জনে একান্তে ছুটি কাটাচ্ছিলেন।
advertisement
5/10
• তখন কেরিয়ারের একদম শীর্ষে ছিলেন নীতু সিং (Neetu Singh)। কিন্তু ঋষি কাপুরের (Rishi Kapoor) প্রেমের বন্ধন তিনি অগ্রাহ্য করতে পারেননি। তাই কেরিয়ার ছেড়ে নীতু কাপুর হতেও বেশি সময় লাগেনি তাঁর। আজ ঋষি তাঁর পাশে নেই, কিন্তু তাঁদের প্রেমকাহিনি বলিউডের অন্যতম চর্চার বিষয়।
advertisement
6/10
• ক্যাসানোভা বলে পরিচিত করণ সিং গ্রোভার (Karan Singh Grover) যখন বঙ্গললনা বিপাশা বসুকে (Bipasha Basu) বিয়ে করেন, তখন অনেকেই ভেবেছিলেন যে এই বিয়ে টিঁকবে না। সেই আশঙ্কা সত্যি তো হয়নি বটেই, উল্টে প্রতি দিন একটু করে প্রেম বেড়েছে তাঁদের মধ্যে!
advertisement
7/10
• প্রথমে প্রেমিকা, তার পরে স্ত্রী আর এখন সন্তানের মা। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে অনেকটা পথ হেঁটেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। দু'জনেই ব্যস্ত থাকেন নানা কাজে। কিন্তু তার মধ্যেও পরস্পরকে কতটা সময় দেওয়া যায়, এই ছবি তাঁরই প্রমাণ।
advertisement
8/10
• এমনিতে আমির খানের (Aamir Khan) সঙ্গে মিডিয়ার সম্পর্ক অনেকটা ইঁদুর-বিড়ালের মতো। যেচে গায়ে পড়ে সাক্ষাৎকার দেওয়া বা কথায় কথায় নিজের পরিবারের লোকেদের ছবি দেওয়ার মানুষ তিনি নন। কিন্তু মনের মানুষ কিরণ রাওকে (Kiran Rao) এই চুম্বন তিনি উপহার দেন নিজের জন্মদিনে।
advertisement
9/10
• সানি লিওনকে (Sunny Leone) নিয়ে নানা অকথা, কুকথার শেষ নেই। কিন্তু তিনি বহু দিন ধরেই ড্যানিয়েল ওয়েবারের (Daniel Weber) স্ত্রী। দত্তক সন্তান নিশা ও দুই ছেলে নিয়ে ভরাট সংসার তাঁদের।
advertisement
10/10
• অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর জয়া বচ্চনের (Jaya Bachchan) নাম এই তালিকায় দেখে অনেকেই চমকে উঠবেন। কিন্তু একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত হওয়ার পর নিজেদের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে নিয়ে আসেন এই পাওয়ার কাপল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Happy Kiss Day 2021: পর্দার বাইরে বলিউডের তারকাদের এই চুম্বনের দৃশ্য এখনও ভোলা যায় না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল