TRENDING:

'ওয়েবের অভিনেতাদের কাছে সুযোগ অনেক বেশি', রণবীর শোরে

Last Updated:
গুজরাটি ব্যবসায়ী 'কল্পেশ'-এর চরিত্রে অভিনয় করছেন রণবীর। তাঁর কথায়, 'প্রথম সিজনের চেয়ে দ্বিতীয় সিজনটা আরও বেশি মজার।
advertisement
1/5
'ওয়েবের অভিনেতাদের কাছে সুযোগ অনেক বেশি', রণবীর শোরে
• মুক্তি পেতে চলেছে রণবীর শোরে অভিনীত 'মেট্রো পার্ক' সিজন টু। প্রবাসী গুজরাটি পরিবারের গল্প বলে এই সিরিজ। গুজরাটি ব্যবসায়ী 'কল্পেশ'-এর চরিত্রে অভিনয় করছেন রণবীর। তাঁর কথায়, 'প্রথম সিজনের চেয়ে দ্বিতীয় সিজনটা আরও বেশি মজার। কল্পেশের অদ্ভুত পরিবার ও আরও অদ্ভুত কর্মচারী কী সব নতুন সমস্যায় ফেলে তাঁকে, সেটা জানতে হলে দেখুন এই সিজন।'
advertisement
2/5
• OTT প্ল্যাটফর্ম-এর প্রচলন বাড়ার পর, যেই সমস্ত অভিনেতা নতুন করে সামনে এসেছেন, তাঁদের মধ্যে রণবীর অন্যতম। অভিনেতা নিজেও সেটা মনে করেন। রণবীরের কথায়, 'ওয়েব শো কিংবা ওয়েবের জন্য ছবিতে, আমি যে ধরনের কাজ পাই, চিত্রনাট্য পাই, তা কখনোই মেনস্ট্রিম সিনেমাতে পাইনি। পাওয়া সম্ভবও না।
advertisement
3/5
• রণবীর বললেন, ‘কল্পেশের মতো চরিত্রে কোনও ছবিতে, আমাকে দেবে না। তার পিছনে কারণও আছে। স্টার ভ্যালুটা অস্বীকার করা যায় না।'
advertisement
4/5
• রণবীর আরও বললেন, 'দেখুন ওয়েবের গ্রোথ হতই, লকডাউনের জন্য বিষয়টা এগিয়ে এসেছে। আসতে আসতে শুরু হয়েছিল, ওয়েবে কাজ। করোনায় সকলে বাড়িতে বন্দি হয়ে যাওয়ায় স্পিড আপ করলো ব্যাপারটা। আমারই দেখুন না, অনেকগুলো কাজ একসঙ্গে ডিজিটালি রিলিজ করলো। সিনেমা বানানো, সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় পর পর ওয়েবে মুক্তি পেল। টিভি, বড় পর্দা, OTT সবকিছু একসঙ্গে থাকবে, কো একজিজট করবে।'
advertisement
5/5
• রণবীর শোরে ছাড়া 'মেট্রো পার্ক' সিজন টু তে রয়েছেন পূর্বি জোশি, পিতবাস, ওমি বৈদ্য, সরিতা জোশি ও আরও অনেকে। একটি গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন মিলিন্দ সুমন। ২৯ জানুয়ারি ইরস নাও-এর স্ট্রিমিং প্ল্যাটফর্ম-এ মুক্তি পাচ্ছে এই সিরিজ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
'ওয়েবের অভিনেতাদের কাছে সুযোগ অনেক বেশি', রণবীর শোরে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল