TRENDING:

Bollywood Lovelife: বউকে আদর করে কী ডাকেন? জানেন... সেলেব কাপলদের অদ্ভুত সব নাম শুনলে মজা পাবেন

Last Updated:
রয়েছেন রণবীর-দীপিকা থেকে রণবীর আলিয়াও৷ জানেন কি, এই বলিউড সেলেবরা নিজেদের স্ত্রীকে আদর করে কী নামে ডাকেন? টেলিভিশনের পর্দাতেই বিভিন্ন সময় তাঁরা ফাঁস করেছেন সেই সব আদুরে নামের কথা৷
advertisement
1/6
বউকে আদর করে কী ডাকেন? জানেন... সেলেব কাপলদের অদ্ভুত সব নাম শুনলে মজা পাবেন
অমিতাভ-জয়া থেকে শুরু করে অভিষেক ঐশ্বর্যা৷ তার উপরে হালফিলের ভিকি কৌশল, সিদ্ধার মালহোত্রা, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আডবাণী৷ রয়েছেন রণবীর-দীপিকা থেকে রণবীর আলিয়াও৷ জানেন কি, এই বলিউড সেলেবরা নিজেদের স্ত্রীকে আদর করে কী নামে ডাকেন? টেলিভিশনের পর্দাতেই বিভিন্ন সময় তাঁরা ফাঁস করেছেন সেই সব আদুরে নামের কথা৷
advertisement
2/6
মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, ২০০৭ সালের ২০ এপ্রিল বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাইকে বিয়ে করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিষেক তাঁর স্ত্রী ঐশ্বরিয়াকে 'ঐশ' বলে ডাকেন এবং একটু বেশি আদর পেলে ডাকেন 'ওইফি' বলে।
advertisement
3/6
‘শেরশাহ’ খ্যাত জুটি সিদ্ধার্থ-কিয়ারা সাতপাকে বাঁধা পড়েন ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি। বিয়ের আগে থেকেই দুজন দু’জনকে দীর্ঘদিন ডেট করেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিদ্ধার্থ তাঁর স্ত্রী কিয়ারা আডবাণীকে তিনটি নামে ডেকে থাকেন৷ 'লাভ', 'কি' এবং 'বে'।
advertisement
4/6
রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন বলিউডের সবচেয়ে ‘হট’ জুটির মধ্যে অন্যতম৷ বিয়ের এতদিন পরেও তাঁর যেন সবসময়েই ডুবে রয়েছেন একে অপরের প্রেমে৷ ২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা। রণবীর তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনকে আদর করে 'তিতলি' বলে ডাকেন।
advertisement
5/6
২০২১ সালের ৯ ডিসেম্বর ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। সংবাদ মাধ্যমে বউয়ের বিষয়ে কথা বলতে গিয়ে ভিকি জানিয়েছিলেন, ক্যাটরিনা নাকি কথায় কথায় চিন্তা করেন, উদ্বিগ্ন হয়ে পড়েন৷ তাই বউকে ‘প্যানিক বাটন’ বলে ডাকেন ভিকি৷
advertisement
6/6
বিগত ৫ দশক ধরে একে অপরের সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন জয়া-অমিতাভ৷ ১৯৭৩ সালের ৩ জুন জয়া বচ্চনকে বিয়ে করেছিলেন অমিতাভ। অমিতাভ আগে স্ত্রী জয়া বচ্চনকে 'ম্যাডাম' বলে ডাকতেন৷ এখন অবশ্য নাকি ‘দেবী জি’ বলে ডেকে থাকেন স্ত্রীকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Lovelife: বউকে আদর করে কী ডাকেন? জানেন... সেলেব কাপলদের অদ্ভুত সব নাম শুনলে মজা পাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল