এ কেমন রণবীর সিং, কপিলদেবের স্টাইলে ‘নটরাজ’ লুকে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Last Updated:
রণবীর এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
advertisement
1/5

এটা কে, রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় ‘নটরাজ পোজে’ ছবি পোস্ট করার পর এই প্র্শেনই উত্তাল সোশ্যাল মিডিয়া ৷ Image courtesy: Ranveer Singh, Harsh1904MJ/ Twitter
advertisement
2/5
'83 সিনেমায় কপিলদেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং৷ তাতে কপিলদেবের চরিত্রটি তাঁর ৷ Photo Courtesy- Ranveer Singh/ Instagram Handle
advertisement
3/5
কপিলদেবের সঙ্গে রণবীরের অদ্ভুত মিল দেখে আগেই চমকে উঠেছিলে সকলেই ৷ আর এবার তাঁর নটরাজ পোস্ট সুপারহিট ৷ Photo Courtesy- Ranveer Singh/ Instagram Handle
advertisement
4/5
রণবীর যখন যে চরিত্রে অভিনয় করেছেন তা নিয়ে ফ্যানরা চমৎকৃত হয়েছে ৷ তাঁর লুক থেকে অভিনয় স্কিল সবই বহুল প্রশংসিত ৷ আলাউদ্দিন খিলজি, গালিবয় বা বাজীরাও হক সবই রণবীরের মাইলস্টোন ৷
advertisement
5/5
এবার কপিল লুকে রণবীর সুপারহিট বিষয়টি পেয়ে গেছেন ৷ এবার অভিনয়েও সেরকম কামাল করতে পারেন সেটাই মনে করছে রণবীরের ফ্যান ফলোয়াররা ৷