বহু পরিচালককেই ফেলেছেন বিপাকে; কিংবদন্তি এই গায়কের মেজাজের কাছে তুচ্ছ রাজ কুমার কিংবা রাজেশ খান্নার মতো তারকারাও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
১৯২৯ সালের ৪ অগাস্ট জন্ম বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর। আজও নিজের কণ্ঠস্বরের মাধ্যমে ভক্তদের মনে জীবিত রয়েছেন তিনি।
advertisement
1/7

এক সময় বি-টাউনে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন রাজ কুমার, রাজেশ খান্না এবং ফিরোজ খান। অনেকেই হয়তো এক সময়ের এই সুপারস্টারদের ঔদ্ধত্যের গল্প শুনে থাকবেন। অথচ কারও জারিজুরিই ধোপে টিকত না বলিউডের এক তারকার সামনে। নিজের রসবোধের জন্য বলিউডে রীতিমতো কুখ্যাত ছিলেন তিনি। কথা হচ্ছে, বলিউডের প্রিয় সঙ্গীতশিল্পী কিশোর কুমারের।
advertisement
2/7
১৯২৯ সালের ৪ অগাস্ট জন্ম বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর। আজও নিজের কণ্ঠস্বরের মাধ্যমে ভক্তদের মনে জীবিত রয়েছেন তিনি। তবে অনেকেই হয়তো জানেন না যে, সঙ্গীতের কোনও তথাকথিত তালিম না নিয়েও কিশোর কুমার নিজের কণ্ঠের জাদু ভক্তদের মনে ছড়িয়ে দিয়েছিলেন। গানের পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতাও ছিল তুখোড়।
advertisement
3/7
এছাড়াও কিশোর কুমার অবশ্য নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গির কারণেও বিখ্যাত ছিলেন। তবে সবথেকে একগুঁয়ে এবং মেজাজী গায়কদের মধ্যে তিনি অন্যতম। কোনও চাপের মুখে তিনি কাজ করতেন না।
advertisement
4/7
শোনা যায়, সেই সময় নিজের অহংবোধের কারণে সহকর্মীদের অপমান করতেও পিছপা হতেন না। এমনই এক ঘটনা ঘটেছিল খোদ পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে। একটি কাজের জন্য কিশোর কুমারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়। কিন্তু দ্বাররক্ষী তাঁকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলেন।
advertisement
5/7
এমনকী এ-ও শোনা যায়, বাড়ির বাইরে ‘বিঅ্যাওয়ার অফ কিশোর কুমার’-এর বোর্ড ঝুলিয়েছিলেন গায়ক। একবার প্রযোজক-পরিচালক এইচএস রাওয়েল কিশোর কুমারের বাড়িতে গিয়েছিলেন টাকা মেটানোর জন্য। আর টাকা দেওয়ার পরে গায়কের সঙ্গে করমর্দন করার সময়ই বাধে বিপত্তি। আচমকাই প্রযোজক-পরিচালকের হাতটা মুখে নিয়ে কামড়ে ধরেন কিশোর কুমার। এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যান রাওয়েল।
advertisement
6/7
তখন কিশোর বলেন, “বাইরে সাইনবোর্ডটা দেখেননি?” তবে কিশোর কুমারের এহেন স্বভাব এবং আচরণের কারণে একবার একজন পরিচালক আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কোর্টে গিয়ে একটি চুক্তি করিয়েছিলেন তিনি, যাতে শ্যুটিংয়ের সময় কিশোর কুমার পরিচালকের কথা না শুনলে তিনি অনায়াসে মামলা ঠুকতে পারেন।
advertisement
7/7
এই ধরনের এক ঘটনার যোগ রয়েছে বিখ্যাত পরিচালক বলদেব রাজ চোপড়ার সঙ্গেও। পারিবারিক সম্পর্কের কারণে কিশোর তাঁর কাছে কাজ চাইতে গিয়েছিলেন। কিন্তু চিত্র পরিচালক গায়কের সামনে কিছু শর্ত রাখেন। তবে সেই প্রতিশোধ অবশ্য চিত্র পরিচালকের থেকে খুব ভাল ভাবেই নিয়েছিলেন তিনি।