জন্মের পর দেড়মাস কেটেছে, প্রথমবার প্রকাশ্যে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের ছেলে ‘কৃশিব’, তুমুল ভাইরাল ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
পরনে মিলিটারি প্রিন্টেড প্যান্ট আর সাদা গেঞ্জি। হাতের মুঠো, পায়ের পাতা ম্যাচিং সাদা গ্লাভস আর মোজায় মোড়া। বাড়ির ছাদে মা-বাবার কোলে একরত্তির ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন পূজা।
advertisement
1/6

*জন্মের পর দেড়মাস কেটেছে। এতদিন তাঁর ছোট্ট মুঠো, পায়ের পাতা, বা ইমোজি ঢাকা মুখের ছবি মিলত। এতদিন পর প্রকাশ্যে বলি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভর্মার একমাত্র ছেলে কৃশিব ভর্মা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/6
*পরনে মিলিটারি প্রিন্টেড প্যান্ট আর সাদা গেঞ্জি। হাতের মুঠো, পায়ের পাতা ম্যাচিং সাদা গ্লাভস আর মোজায় মোড়া। বাড়ির ছাদে মা-বাবার কোলে একরত্তির ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন পূজা।
advertisement
3/6
*এখনও পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ ছোট্ট দেখেছেন ছোট্ট কৃশিবকে। ছেলের নামকরণে বৈচিত্র্য এনেছেন সেলিব্রিটি দম্পতি।
advertisement
4/6
*কৃষ্ণ আর শিবের মিশেলে ‘কৃশিব’ নাম রেখেছেন ছেলের। ক্যাপশনে সেই কথা উল্লেখ করে পূজা লেখেন, ‘‘হরে কৃষ্ণ। ওঁ নমঃ শিবায়। আপনাদের মুখোমুখি আমাদের ছেলে কৃশিব।’’
advertisement
5/6
*এ দিন খুদেকে প্রকাশ্যে নিয়ে আসার পরেই শুভেচ্ছায় বন্যায় ভেসেছে পূজার সোশ্যাল মিডিয়ার দেওয়াল। তাদের অনেকেই তারিফ করেছেন নামের। প্রশংসা, শুভেচ্ছা, আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন এই স্টারকিডকে।
advertisement
6/6
*তবে এবারেই প্রথম নয়। পূজার সাধ ভক্ষণ থেকে সন্তান জন্মের পর হাসপাতালের কেবিনের ছবি। সবই শেয়ার করেছেন পূজা। কিন্তু সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসেননি। এ দিন খুদেকে নিয়ে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে তার ছবি।