Priyanka Chopra at Wimbledon: উইম্বলডন ফাইনালের 'আসরে' প্রিয়াঙ্কা চোপড়া, গ্যালারিতে পেলেন টম ক্রুজ থেকে প্রিন্স উইলিয়ামকে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শনিবার গার্লস ডে আউটে বেরিয়েছিলেন গ্লোবাল আইকন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) (Priyanka Chopra at Wimbledon)।
advertisement
1/6

শনিবার গার্লস ডে আউটে বেরিয়েছিলেন গ্লোবাল আইকন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আর সেই আউটিংয়ে বেরিয়ে কোথায় গেলেন অভিনেত্রী? প্রিয়াঙ্কা শনিবার পৌঁছে গিয়েছিলেন উইম্বলডনে মেয়েদের সিঙ্গলসের ফাইনাল খেলা দেখতে।
advertisement
2/6
সেখানেই অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভার দুরন্ত ফাইনালের সাক্ষী থাকলেন নায়িকা। শনিবারই অ্যাশলে বার্টি জীবনের প্রথম উইম্বলডন খেতাব পেয়েছেন, অস্ট্রেলীয় হিসেবে দ্বিতীয় তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন তাঁর বান্ধবী নাতাশ পুনাওয়ালা।
advertisement
3/6
শুধু প্রিয়াঙ্কাই নন, এদিন উইম্বলডনের ফাইনাল দেখতে গিয়েছিলেন হলিউডের স্টার টম ক্রুজ, হার্লে আটওয়েলও। গিয়েছিলেন ডিউক ও ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামসও।
advertisement
4/6
প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করেছেন খেলা দেখার। লিখেছেন, 'অসাধারণ' অভিজ্ঞতার কথা। তবে কার হয়ে গলা ফাটিয়েছেন নায়িকা তা অবশ্য খোলসা করেননি। বরং দুই প্রতিদ্বন্দ্বী অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
advertisement
5/6
প্রিয়াঙ্কার একাধিক ফ্যানক্লাবের তরফেও এদিন ছবি শেয়ার করা হয়েছে অল ইংল্যান্ড ক্লাবে নায়িকার উপস্থিতির। শুধু খেলা দেখাই নয়, জমিয়ে সেখানে খাওয়াদাওয়াও করেছেন অভিনেত্রী।
advertisement
6/6
বাড়তি পাওনা অবশ্যই ছিল টম ক্রজ থেকে কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামসের সঙ্গে দেখা হওয়া। এদিন দেখা গিয়েছে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন বিলি জিন কিং ও মার্টিনা নাভ্রাতিলোভাকেও।