সাক্ষাৎ যেন শাজহান-মুমতাজ! দেখে নিন এক ঝলক গওহর জায়েদের বিয়ের অ্যালবাম
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
চার হাত এক হল, বড়দিনেই নিকাহ সারলেন তারকাজুটি অভিনেত্রী গওহর খান এবং কোরিওগ্রাফার জায়েদ দরবার।
advertisement
1/8

চার হাত এক হল। বড়দিনেই নিকাহ সারলেন তারকাজুটি। এত দিন চুটিয়ে প্রেম করছিলেন তাঁরা। এ বার জন্ম জন্মান্তরের জন্য এক সূত্রে বাঁধলেন একে অপরকে বড় পর্দার আইটেম গার্ল ও ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী গওহর খান এবং কোরিওগ্রাফার জায়েদ দরবার।
advertisement
2/8
বিয়ের দিন দুজনকেই দারুণ লাগছিল দেখতে। দুজনের পরনে ছিল সাদা রঙের পোশাক। গওহর গলায় সোনার ভারী গয়না। এই রাজকীয় সাজে উভয় যেন সাক্ষাৎ শাজহান-মুমতাজ।
advertisement
3/8
মঙ্গল বার থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের জমজমাটি আয়োজন। আলোর ঝলমলানি আর সাজের বাহার সবই ছিল চোখে তাক লাগানোর মত। তবে করোনা আবহে কাছের মানুষজনদের নিয়ে খুব ছোট করে বিয়ের অনুষ্ঠান করা হয়।
advertisement
4/8
নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা দুজনে। হামেশাই ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। বিয়ের অনুষ্ঠানের নানা ছবি ইতিমধ্যে শেয়ার করে ভালবাসা কুড়িয়েছেন যুগল।
advertisement
5/8
১১ বছরের ছোট প্রেমিক। কিন্তু তাতে কী! প্রেম-ভালবাসায় আবার বয়স কিসের? প্রেম করেছি বেশ করেছি, এমনই একটা হাবভাব গওহরের মুখে-মনে। কিছু দিন আগে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তাঁদের বয়সের বিপুল ফারাক সম্পর্কে কোনও আঁচর টানতে পারবে না।
advertisement
6/8
সত্যিই তাই! প্রেমে দুজনেই এখন হাবুডুবু খাচ্ছেন। তাঁদের সম্পর্ক নিয়ে জায়েদের একই বক্তব্য। তিনি বলেন, “তাঁদের মধ্যে বোঝাপড়া রয়েছে যথেষ্ট। কোনও সমস্যায় পড়লে তাঁরা এক সঙ্গে সেই সমস্যার সমাধান করেন”।
advertisement
7/8
বৃহস্পতিবার ছিল গওহরের মেহেন্দির অনুষ্ঠান। সেই ছবি শেয়ার করতেই নেটবাসীদের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। মেহেন্দির অনুষ্ঠানে গওহরকে দেখা যাচ্ছে হলুদ রঙের পোশাকে। মিষ্টি লাগছিল তাঁকে দেখতে।
advertisement
8/8
মেহেন্দির ছবি শেয়ার করে গওহর নস্ট্যালজিয়ায় ভেসে যান। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, এই পোশাক তাঁকে তার জান অর্থাৎ দাদা দিয়েছিলেন চার বছর আগে। আজকে তাঁর জীবনের একটি স্পেশাল দিন, তাই তিনি পোশাকটি পরেছেন। ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম।