অবশেষে সুশান্তের বাড়িতে অঙ্কিতা.. শোকার্ত-বিধ্বস্ত, হাউহাউ করে কেঁদে ফেললেন প্রাক্তন প্রেমিকা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
সুশান্ত সিং রাজপুত আর নেই, এখনও বিশ্বাস করতে পারছেন প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে ৷
advertisement
1/6

‘পবিত্র রিস্তা’য় একসঙ্গে কাজ করতে গিয়ে জুড়েছিল তাদের মনের রিস্তা ৷ কালের নিয়মে সে সম্পর্ক একদিন ছিন্ন হয়ে গেলেও এতো চিরবিচ্ছেদ ৷ সুশান্ত সিং রাজপুত আর নেই, এখনও বিশ্বাস করতে পারছেন প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে ৷ যাননি শেষকৃত্যেও ৷ অবশেষে মঙ্গলবার সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন অঙ্কিতা ৷
advertisement
2/6
সাদা পোশাক। মাস্কে ঢাকা মুখ। এলোমেলো চুল,বিধ্বস্ত চেহারা ৷ সমানে ফুঁপিয়েই চলেছেন ৷ চার্টার রোডের ফ্ল্যাটে সুশান্তের বাড়ি ঢোকার মুখে এরকম চেহারাতেই দেখা গেল, তাঁর সবচেয়ে দীর্ঘ সময়ের সম্পর্কে থাকা বান্ধবী অঙ্কিতা ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল ৷
advertisement
3/6
সুশান্ত সিং রাজপুত আর অঙ্কিতা লোখান্ডের প্রেম ২০১৬ সালে শেষ হয়ে গেলেও এবার তো বরাবরের মতো সমস্ত সম্পর্ক ছিন্ন ৷
advertisement
4/6
সুশান্তের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ভেঙে পড়েছেন অঙ্কিতা ৷ অভিনেত্রীর কাছের বন্ধু জানিয়েছেন একসময়ের এত কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কেঁদেই চলেছেন অঙ্কিতা লোখান্ডে ৷
advertisement
5/6
এমনকী রবিবার সংবাদমাধ্যমের তরফে যখন প্রতিক্রিয়া নিতে তাঁকে ফোন করা হয়, প্রতিনিধির মুখে সুশান্তের মৃত্যুর কথা শুনে তাঁর মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোয়- ‘হোয়াট???’ কয়েকমুহূর্তের নিস্তব্ধতার পর কেটে যায় ফোন ৷ তারপর বারবার চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি ৷
advertisement
6/6
এদিন এরকম বিধ্বস্ত অবস্থায় অঙ্কিতাকে দেখে বোঝা গেল সুশান্তকে তিনি কতটা ভালবাসতেন ৷ প্রেম আর না থাকলেও প্রাক্তন প্রেমিকের এরকম অকাল মৃত্যুতে ব্যথিত-বিপর্যস্ত অঙ্কিতা ৷ উল্লেখ্য, বিকি জৈন নামে এক ব্যবসায়ীর সঙ্গে কিছুদিন আগেই এনগেজমেন্ট হয়েছে অঙ্কিতার ৷