Bollywood party : ক্যাটরিনা-ভিকির নজরকাড়া উপস্থিতি! করণ জোহরের পার্টিতে বসল চাঁদের হাট
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bollywood party : অপূর্বা মেহেতার ৫০ তম জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর।
advertisement
1/15

অপূর্বা মেহেতার ৫০ তম জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। সেই পার্টিতে বসেছিল চাঁদের হাট। ক্য়াটরিনা কাইফ থেকে আলিয়া ভাট, তারকাদের মেলায় উজ্জ্বল হয়ে উঠেছিল সন্ধে।
advertisement
2/15
করণ জোহরের কাছের বান্ধবী অভিনেত্রী কাজল। কালো বডিকন ড্রেসে উপস্থিত ছিলেন তিনি।
advertisement
3/15
ফ্লোরাল ড্রেসে আলিয়া ভাট। সব সময়ের মতোই অভিনেত্রীকে ফ্যাশনিস্তা লাগছিল।
advertisement
4/15
হটেস্ট কাপল অফ দ্য টাউন। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে দেখে সকলে এটাই বলছেন।
advertisement
5/15
সাহসী অবতারে অনন্যা পান্ডে। শিয়ার গাউনে নিঃসন্দেহে হট লাগছে নায়িকাকে।
advertisement
6/15
বলিউডের আর এক ফ্যাশনিস্তা জাহ্নবী কাপুর। এই সিলভার গাউনে তাঁর কার্ভি চেহারা স্পষ্ট।
advertisement
7/15
স্যাটিনের কাটআউট পোশাকে নুসরত ভারুচা। বিপজ্জনক পোশাকেও সাবলীল তিনি।
advertisement
8/15
নেভি ব্লু রঙের শাড়ি সদা সুন্দরী মাধুরী দিক্ষীত।
advertisement
9/15
পুরুষদের ফ্যাশনে তাক লাগিয়েছেন অর্জুন কাপুর।
advertisement
10/15
সদাহাস্য বরুণ ধাওয়ানের স্মার্ট লুক।
advertisement
11/15
বলিউডের তারকা জুটি জ্যাকি ভগ্নানি ও রকুল প্রীতও উপস্থিত ছিলেন।
advertisement
12/15
বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থ মালহোত্রা।
advertisement
13/15
কালো গাউনে কিং ঘরনি গৌরী খান। গ্ল্যামারাস লাগছে সব সময়ের মতোই।
advertisement
14/15
ছিলেন আরিয়ান খানও।
advertisement
15/15
নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির উজ্জ্বল আগমন।