TRENDING:

‌সুশান্তের মৃত্যুর আগে বাড়িতে পার্টি?‌ অভিযোগ, বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখলে হুমকি দিতেন রিয়া

Last Updated:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বিহার পুলিশ প্রবেশ করার পর থেকেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর
advertisement
1/5
‌সুশান্তের বাড়িতে পার্টি?‌ অভিযোগ, বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখলে হুমকি দিতেন রিয়া
• সুশান্তের মৃত্যু-তদন্তে মুম্বই-বিহার পুলিশের মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। দু’‌পক্ষ দু’‌রকম দাবি করছেন সুশান্তের কার্যকলাপ নিয়ে। বিহার পুলিশের কাছে সুশান্তের বন্ধু দাবি করেছেন,‘সুশান্তের মৃত্যুর আগের রাতে, অর্থাৎ ১৩ জুন সুশান্তের ফ্ল্যাটে পার্টি হয়নি। ১৩ জুন রাতে ফ্ল্যাট থেকে বেরোননি সুশান্ত। ডিনারের পর থেকে বেডরুমেই ছিলেন। রোজকার মতো ১৪ জুনও একই সময় ঘুম থেকে ওঠেন।’
advertisement
2/5
• এর আগে মুম্বই পুলিশও দাবি করে, পার্টির তত্ত্ব ঠিক নয়। সুশান্তের ফ্ল্যাটে কোনওরকম পার্টি হয়নি। কিন্তু এর পাশাপাশি উঠে আসছে আরও অনেক দিক। সুশান্তের বন্ধুদের সঙ্গে নাকি সুশান্তকে মিশতে দিতেন না রিয়া। সুশান্তকে তাঁর এক বন্ধু বলেছিলেন কথা বলতে চান, কিন্তু সুশান্ত বলেছিলেন, রিয়া তাঁর ফোন চেক করেন।
advertisement
3/5
• আর কার সঙ্গে সুশান্ত কথা বলবেন, কার সঙ্গে বলবেন না, এসবই ঠিক করে দিতেন রিয়া চক্রবর্তী। সুশান্তকে তাঁর বন্ধুদের সঙ্গে মিশতে দিতেন না। তাই লুকিয়ে বন্ধুদের ফোন করতে হত সুশান্তকে। প্রতিবার ফোন করার পর ফোন রিসেট করতে হত।
advertisement
4/5
• কারণ, সুশান্ত ভয় পেতেন, যদি বন্ধুদের সঙ্গে কথা বলার বিষয়টি রিয়া জানতে পারেন, তাহলে তাঁর সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। তেমনই হুমকি দিয়েছিলেন রিয়া। বোনের সঙ্গে কথা বলার পরেও তাই নম্বর ডিলিট করে দিতে হত সুশান্তকে। কার ফোন ধরবেন তিনি, কার ফোন ধরবেন না, সেটাও রিয়া ঠিক করে দিতেন।
advertisement
5/5
• আগে বারবারই এই আলোচনা হয়েছে, যে কেন সুশান্ত বারবার সিমকার্ড পাল্টাতেন। কাছের মানুষদের সঙ্গে যাতে কথা বলতে পারেন, সেই কারণেই সুশান্ত বারবার নিজের সিমকার্ড পাল্টে ফেলতেন। একদিকে রিয়াও তাহলে বুঝতে পারবেন না, অন্যদিকে আপনজনের সঙ্গে কথাও বলা যাবে। কয়েক মাস আগে নাকি চারটি ফোন সুশান্তের ক্রেডিট কার্ড থেকে কেনা হয়। সেগুলির মধ্যে দুটি ছিল সুশান্তের কাছে, দুটি রিয়ার কাছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
‌সুশান্তের মৃত্যুর আগে বাড়িতে পার্টি?‌ অভিযোগ, বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখলে হুমকি দিতেন রিয়া
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল