‘তওবা তওবা’ গানে ভিকির দুর্ধর্ষ নাচ দেখে অসন্তুষ্ট স্যাম মানেকশ-র কন্যা? অভিনেতাকে মেসেজ করে যা বললেন…
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Vicky Kaushal Says Sam Manekshaw's Daughter Texted Him After Watching 'Tauba Tauba': তবে এই বায়োগ্রাফিক্যাল ওয়ার ফিল্ম ভক্তদের গভীর ভাবে নাড়া দিয়েছিল। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র ভূমিকায় ভিকির অভিনয় তুমুল প্রশংসা পেয়েছিল।
advertisement
1/5

একসঙ্গে মুক্তি পেয়েছিল মেঘনা গুলজার পরিচালিত ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বিতর্কিত রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। তবে বক্স অফিসে ‘অ্যানিম্যাল’-এর সামনে ফিকে হয়ে গিয়েছিল ‘স্যাম বাহাদুর’। তবে এই বায়োগ্রাফিক্যাল ওয়ার ফিল্ম ভক্তদের গভীর ভাবে নাড়া দিয়েছিল।
advertisement
2/5
ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র ভূমিকায় ভিকির অভিনয় তুমুল প্রশংসা পেয়েছিল। এমনকী ভিকি নিজেও জানিয়েছিলেন যে, স্যাম মানেকশ-র চরিত্রটি সবথেকে চ্যালেঞ্জিং ছিল। আর এই সংক্রান্ত একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন ভিকি। তিনি জানান যে, তাঁর সাম্প্রতিকতম ছবি ‘ব্যাড নিউজ’-এর ‘তওবা তওবা’ গানে নাচটি দেখেছেন প্রয়াত সেনাপ্রধান স্যাম মানেকশ-র কন্যা মায়া মানেকশ। এরপর তিনি একটি মেসেজ করেছেন অভিনেতাকে। যা তাঁর মন ছুঁয়ে গিয়েছে বলে জানালেন ভিকি।
advertisement
3/5
বলিউড হাঙ্গামা-র সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় ভিকি জানান যে, একজন সেনা আধিকারিকের চরিত্রে অভিনয় করার বিষয়টাই আলাদা। স্মৃতি হাতড়ে অভিনেতা জানান যে, “মা-বাবার মুখে স্যাম মানেকশ-র গল্প শুনেই বেড়ে উঠেছি। আর স্যাম স্যারের গল্প শুনে বড় হওয়ার পর তাঁরই ভূমিকায় অভিনয় করার সুযোগটাকে অনেক বড় দায়িত্ব বলে মনে হয়েছিল। মেঘনা গুলজারের যোগ্য হাতে এটা পড়ায় আমি অত্যন্ত ভাগ্যবান।”
advertisement
4/5
আরও একটা বিষয় প্রকাশ্যে এনেছেন ভিকি। জানিয়েছেন, মায়া মানেকশ-র কাছ থেকে একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা পেয়েছেন তিনি। ভিকির বক্তব্য, “তওবা তওবা দেখে মায়া আমায় মেসেজ করে প্রশ্ন করেছিলেন যে, ‘এই ছেলেটা কে’? আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম।
advertisement
5/5
এরপর মায়া ব্যাখ্যা করে বলেন, ‘‘মাস পাঁচেক আগে তো তুমি আমায় বিশ্বাস করতে বাধ্য করেছিলে যে, তুমিই আমার বাবা। কিন্তু এখন তুমি এটা করতে পার না’।” এর উত্তরে হেসে ভিকি বলেছিলেন যে, “এটা তো আমার পেশা।” তবে অভিনেতা এ-ও বলেন যে, “এটাই ছিল আমার জন্য সবথেকে বড় কমপ্লিমেন্ট।”