Bollywood News: ভয়ঙ্কর কঠিন সব রোগে ভুগছেন সলমান-ক্যাটরিনা-রণবীর-অনুষ্কা, এসব নিয়ে কেউ খোঁজই রাখে না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bollywood News: দেখে নিন এমনই কয়েকজন তারকার জটিল রোগের কথা। দিনের পর দিন মারাত্মক সব রোগকে সামলে কাজ করে চলেছেন তাঁরা। তালিকায় রয়েছেন কারা?
advertisement
1/9

রুপোলি পর্দার সব তারকা। সিনেমার গল্পে তাঁরা সমস্ত অসাধ্যসাধন করে ফেলতে পারেন চোখের নিমেষে। কিন্তু বাস্তব জীবনে? কখনওই না। বলিউডের বিখ্যাত সব অভিনেতা-অভিনেত্রীদের জটিল-ভয়ঙ্কর রোগ নিয়ে ভক্তরা সেভাবে কোনও খোঁজ খবরই রাখেন না। নিজেদের অসুস্থতা নিয়ে আজকাল অনেক অভিনেতা-অভিনেত্রীই কথা বলেন।
advertisement
2/9
দেখে নিন এমনই কয়েকজন তারকার জটিল রোগের কথা। দিনের পর দিন মারাত্মক সব রোগকে সামলে কাজ করে চলেছেন তাঁরা। তালিকায় রয়েছেন কারা?
advertisement
3/9
অমিতাভ বচ্চন Myasthenia Gravis নামে একটি ক্রনিক অটোইমিউন রোগে ভুগছেন দীর্ঘ বছর ধরে। এর জেরে হাড় ও মাংসপেশি দুর্বল হতে শুরু করে।
advertisement
4/9
বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার একটি বুলিং ডিস্ক রোগ রয়েছে। বুলিং ডিস্ক হাড় সম্পর্কিত একটি রোগ, এতে অনেক ব্যথা ভোগ করতে হয়। এই রোগটি মেরুদণ্ডের কর্ড থেকে শুরু হয়, যা ধীরে ধীরে শরীরের বাকি অংশে পৌঁছে যায় এবং ব্যথা শুরু হয়। এই রোগটি তাদেরই বেশি হয়, যাদের শারীরিক চলাচল কম হয় বা হাড়ের ওজন বেশি থাকে। এই সমস্যা বাড়াতে পারিবারিক ইতিহাসও বিশেষ ভূমিকা পালন করে। এটি ফিজিওথেরাপির মাধ্যমেও চিকিত্সা করার পরামর্শ দেওয়া হয়।
advertisement
5/9
সলমান খান Tregeminal Neuralgia নামক নার্ভের জটিল রোগে আক্রান্ত। এর জেরে মুখের মাংসপেশি বিশেষ করে থুতনিতে ব্য়থা হয়।
advertisement
6/9
রণবীর কাপুর Deviated Nasal Septum রোগে আক্রান্ত। নাকের মাঝের হাড়ে সমস্যা রয়েছে তাঁর দীর্ঘদিন ধরে।
advertisement
7/9
বরুণ ধাওয়ানের কানে শোনার ক্ষেত্রে বহু বছর ধরে সমস্যা রয়েছে।
advertisement
8/9
মৃগী রোগ রয়েছে ফতিমা সানা শেখের।
advertisement
9/9
ক্য়াটরিনা কাইফ Hypothyroidism অর্থাৎ থাইরয়েডে আক্রান্ত। নিয়মিত ওষুধ খান তিনি।