TRENDING:

Actor Bonny Sengupta: পুজোতে এবার অভিনেতা বনির নতুন লুক, পুরুলিয়ার শ্যুটিং-এ পড়ল ধরা! দেখুন

Last Updated:
এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। তিনি এই গ্রামের শেষ কথা। এই গ্রামের ভাল মন্দ সবকিছু ঠিক হয় এই গৌরীকা দেবীর কথায়। বানসারার রক্ষক ও সর্বময় এই গৌরীকা দেবী। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেষ। বানসারার রক্ষক এবার হবেন কে!
advertisement
1/6
পুজোতে এবার অভিনেতা বনির নতুন লুক, পুরুলিয়ার শ্যুটিং-এ পড়ল ধরা! দেখুন
পুজোতে আসছে "বানসারা"। আর তার জন্য পুরুলিয়ার বহু জায়গার শ্যুটিং সেট তৈরি করে চলছে "বানসারা" শ্যুটিং। ঘন জঙ্গলের মাথায় তৈরি হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি। মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথোলজি এই গল্প। প্রকাশ্যে এল "বানসারা" এর চরিত্র লুক। প্রতিটি লুকে রয়েছে বড়ো চমক।
advertisement
2/6
ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আতিউল ইসলাম। ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু হয়েছে পুরুলিয়াতে। ছবিতে অভিনেত্রী অপরাজিতাকে দেখা যাবে বড়ো মা চরিত্রে। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে অজিতেস নামক পুলিশ চরিত্রে।
advertisement
3/6
"বানসারা" মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে "বানসারা"। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে দেন।
advertisement
4/6
এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। তিনি এই গ্রামের শেষ কথা। এই গ্রামের ভাল মন্দ সবকিছু ঠিক হয় এই গৌরীকা দেবীর কথায়। বানসারার রক্ষক ও সর্বময় এই গৌরীকা দেবী। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেষ। বানসারার রক্ষক এবার হবেন কে!
advertisement
5/6
অন্যদিকে ছবিতে আরও এক মুখ্য চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকাকে। প্রধান শিক্ষিকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার।
advertisement
6/6
পরিচালক অতিউল ইসলাম জানান "পুজোতে এই ছবি মুক্তি পাবে। প্রতিদিন প্রায় ছয়শো-সাতশো টেকনিশিয়ান নিয়ে শ্যুটিং হচ্ছে। ছবিতে তিনটে গান আছে। অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্ত কে এর আগে এইভাবে দর্শক দেখেনি এই টুকু বলতে পারি। এটা পুজোর বড়ো ছবি হতে পারে"। " পিএম মুভিজ" এর ব্যানারে সারফারাজ মল্লিকের প্রযোজনাতে পুজোতে আসছে "বানসারা"।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actor Bonny Sengupta: পুজোতে এবার অভিনেতা বনির নতুন লুক, পুরুলিয়ার শ্যুটিং-এ পড়ল ধরা! দেখুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল