TRENDING:

রবিবারই কি গ্রেফতার রিয়া চক্রবর্তী! মাদক-কাণ্ডে ধৃত সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্ত

Last Updated:
দীপেশ সুশান্তের পরিচারক। সে অভিনেতার সঙ্গেই সর্বক্ষণ থাকত। বাড়ির সর্বত্র ছিল দীপেশের অবাধ যাতায়াত। অভিনেতার ডুপ্লেক্সের নীচের তলায় থাকত সে।
advertisement
1/7
রবিবারই কি গ্রেফতার রিয়া চক্রবর্তী! মাদক-কাণ্ডে ধৃত সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্ত
*মাদক-যোগে দীপেশকে গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। শুক্রবার রাতে NCB দফতরে আনা হয় দীপেশকে। এরপর শনিবার সকাল থেকে শৌভিক-স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশকে একসঙ্গে বসিয়ে জেরা করা হয়। সেখানে একাধিক অসঙ্গতি মেলায়  সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*রবিবার দীপেশ সাওয়ান্তকে আদালতে পেশ করা হবে। দীপেশকে নিয়ে NCB-র গোয়েন্দারা গ্রেফতার করেন ৭ জনকে। তাদের মধ্যে শৌভিক, স্যামুয়েল এবং জায়েদকে NCB হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*দীপেশ সুশান্তের পরিচারক। সে অভিনেতার সঙ্গেই সর্বক্ষণ থাকত। বাড়ির সর্বত্র ছিল দীপেশের অবাধ যাতায়াত। অভিনেতার ডুপ্লেক্সের নীচের তলায় থাকত সে। সিদ্ধার্থ পিঠানি, নীরজ সিং, কেসব বাচনারও এক তলাতেই থাকত। ১৩ এবং ১৪ জুন দীপেশ বান্দ্রার ফ্ল্যাটেই ছিল, যেদিন সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*এ দিকে রবিবারই রিয়াকে NCB-র আধিকারিকদের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এ দিন শৌভিক এবং স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রিয়াকে। দীপেশকে হেফাজতে পাওয়ার পড়ে তাকেও সকলের সাঙে বসিয়ে জেরা করবেন গোয়েন্দারা। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
মাদক-কাণ্ডে জড়িত থাকার অপরাধে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে রিয়ার একমাত্র ভাই শৌভিক চক্রবর্তীকে। পাশাপাশি গ্রেফতার করা হয় সুশান্ত সিং রাজপুতের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা-সহ পাঁচজনকে। শৌভিককে জেরার সময় সে স্বীকার করে নেয় তার অপরাধের কথা। পাশাপাশি জানিয়েছে, দিদি রিয়া চক্রবর্তীর কথাতেই সে এ সব কাজ করত। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*শনিবার শৌভিক এবং স্যামুয়েল-সহ বাকিদের আদালতে পেশ করা হয়। বিচারক ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্যামুয়েল মিরান্ডা ও শৌভিক চক্রবর্তীকে এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দেন। কিয়াজ ও জায়েদকে আগে থেকেই ৯ তারিখ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*NCB সূত্রে জানা গিয়েছে, জেরার কিয়াজ এবং জাহিদ স্যামুয়েলের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগের কথা জানিয়েছে। পাশাপাশি শৌভিক চক্রবর্তীর নির্দেশেই যে সবটা পরিচালিত হত, সে কথা জানতে পেরেছেন গোয়েন্দারা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
রবিবারই কি গ্রেফতার রিয়া চক্রবর্তী! মাদক-কাণ্ডে ধৃত সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্ত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল