জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রীকে ‘কুৎসিততম’ দেখতে, আরও নোংরা কথা বললেন নেটিজেনরা, মুখের ওপর উত্তর অভিনেত্রীর
Last Updated:
অভিনেত্রীর সরাসরি জবাব
advertisement
1/5

সোশ্যাল মিডিয়া আসার পরেই মানুষের জীবনে বড় প্রভাব ফেলেছে ৷ এই সোশ্যাল মিডিয়া যেমন মানুষকে মুহূর্তে জনপ্রিয় করে তোলে আবার কখনও এতটাই ট্রোলের শিকার হন যে তা খুবই খারাপ লাগে ৷ Photo- File
advertisement
2/5
নিয়া শর্মার ছবিতেই একজন লিখেছেন ইনি কুৎসিততম অভিনেত্রী ৷ এঁর পাবলিসিটি দল এঁকে বিখ্যাত করার জন্য সচেষ্ট ৷এর থেকে মুম্বইয়ের ভেলপুরিওয়ালাদের রোজগারও বেশি ৷ Photo- File
advertisement
3/5
নিয়া শর্মােক নিয়ে এই প্রথম বিতর্ক তা কিন্তু নয় ৷ এর আগেও তাঁকে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে ৷ Photo- File
advertisement
4/5
গুরু রানধাওয়ার দিলওয়ালি পার্টিতে এতটাই খুল্লমখুল্লা পোশাক পরেছিলেন যে তা নিয়ে তুফান উঠেছিল ৷ Photo- File
advertisement
5/5
তবে এবারের সোশ্যাল মিডিয়ায় তাঁকে অপমান সহ্য করে নেননি তিনি পাল্টা উত্তরও করেছেন ৷ নিজের উত্তরে তিনি লিখেছেন আমার কোন প্রোমোশানাল দল নেই৷ আমি ভীষণ ন্যাচারল অর্থাৎ ভীষণ নিজের মতো ৷