Sholay: ধর্মেন্দ্র দেড় লক্ষ, অমিতাভ ১ লক্ষ...জানেন ‘শোলে’-তে অভিনয়ের এক টাকাও পাননি কোন অভিনেতা? পারিশ্রমিক হিসেবে কী দেওয়া হয়েছিল, শুনলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Sholay: মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এ ছবির বাজেট ছিল ৩ কোটি টাকা। কিন্তু জানেন কি এই ছবিতে অভিনয় করেছিলেন যিনি অভিনয়ের জন্য একটি টাকাও পাননি। তবে পারিশ্রমিক হিসেবে তাঁকে দেওয়া হয়েছিল একটি ফ্রিজ?
advertisement
1/8

ভারতীয় সিনেমার ইতিহাস ঘাঁটলে যে কয়েকটি ছবির নাম উঠে আসবে তার মধ‍্যে একটি হল ‘শোলে’। রমেশ সিপ্পি পরিচালিত এই আইকনিক সিনেমা আজও প্রচুর ভারতীয়ের প্রিয় সিনেমা। শোলে সম্পর্কে সকলের উত্‍সাহেরও শেষ নেই।
advertisement
2/8
১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত এই ছবি। শোলের প্রতিটি চরিত্র, সংলাপ থেকে শুরু করে গান, সবই আজও ‘আইকনিক’। সেকালে বক্স অফিসে তোলপাড়া ফেলে দিয়েছিল এই ছবি।
advertisement
3/8
ধর্মেন্দ্র, হেমা মালিনী, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, আমজাদের খানের মতো অসাধারণ অভিনেতাদের অভিনয় প্রতিভার গুণে ছবির প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে উঠেছিল পর্দায়
advertisement
4/8
এই ছবিতে সে কালের অন‍্যতম হিট ছবি। আয়ের নিরিখে অন‍্যান‍্য বহু ছবির আয়ের রেকর্ড আয় ভেঙে দেয় শোলে। অমিতাভ, ধর্মেন্দ্রর মতো দেশের প্রথম সারীর অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন এই ছবিতে
advertisement
5/8
মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এ ছবির বাজেট ছিল ৩ কোটি টাকা। কিন্তু জানেন কি এই ছবিতে অভিনয় করেছিলেন যিনি অভিনয়ের জন‍্য একটি টাকাও পাননি। তবে পারিশ্রমিক হিসেবে তাঁকে দেওয়া হয়েছিল একটি ফ্রিজ?
advertisement
6/8
বীরু চরিত্রে ধর্মেন্দ্র নিয়েছিলেন ১ লক্ষ ৫০ হাজার টাকা, ঠাকুর চরিত্রে সঞ্জীব কুমার ১ লক্ষ ২৫ হাজার টাকা, জয় চরিত্রে অমিতাভ বচ্চন ১ লক্ষ টাকা।বাসন্তীর চরিত্রে হেমা মালিনী ৭৫ হাজার টাকা, গব্বর চরিত্রে আমজাদ খান ৫০ হাজার টাকা।
advertisement
7/8
তবে শোলে ছবিতে অভিনয় করেছিলেন সচিন পিলগাঁওকর। তিনি খুব ছোট্ট দুটি চরিত্রে অভিনয় করেছিলেন। যে চরিত্রের জন‍্য তাঁকে পারিশ্রমিকের বদলে দেওয়া হয়েছিল ফ্রিজ। তবে শোলে ছবিতে অভিনয় করেছিলেন সচিন পিলগাঁওকর। তিনি খুব ছোট্ট দুটি চরিত্রে অভিনয় করেছিলেন। যে চরিত্রের জন‍্য তাঁকে পারিশ্রমিকের বদলে দেওয়া হয়েছিল ফ্রিজ।
advertisement
8/8
একটি সাক্ষাত্‍কারে নিজেই একথা জানিয়েছিলেন সচিন। শিশুশিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ শচীনের। মাত্র চার বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। হিন্দির পাশাপাশি তিনি মারাঠি-সহ অন‍্যান‍্য বেশ কয়েকটি ভাষার ছবিতেও অভিনয়। শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত।