TRENDING:

দ্বিতীয়বার সন্তানসম্ভবা ৪০-এর করিনা, তবু করবা চৌথের আচার পালন করলেন

Last Updated:
কাপুর পরিবারের করবা চৌথের অনুষ্ঠানের ছবি পোস্ট করে আবেগঘন হয়ে পড়েন নিতু কাপুর । লেখেন ‘মিস ইউ কাপুর সাহাব ।’
advertisement
1/6
দ্বিতীয়বার সন্তানসম্ভবা ৪০-এর করিনা, তবু করবা চৌথের আচার পালন করলেন
• মা হতে চলেছেন বেবো । এই নিয়ে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা তিনি । মাস দুয়েক আগে নিজেই সে কথা প্রকাশ্যে এনেছিলেন নায়িকা । নবাব পরিবারে ফের নতুন সদস্য আসতে চলেছে, তাই পরিবারের সকলেই দারুণ খুশি । প্রেগন্যান্সি পিরিয়ড দারুণ এনজয় করছেন করিনাও । ছবি:ইনস্টাগ্রাম ।
advertisement
2/6
advertisement
3/6
• মাঝে মধ্যেই বেগমজানকে দেখা যাচ্ছে হাবি সইফের সঙ্গে ওয়াকে বেরতে । ঘরোয়া বিভিন্ন ইভেন্টেও যোগ দিচ্ছেন তিনি । বুধবার ছিল করবা চৌথ । প্রায় গোটা দেশেই পালিত হয় এই অনুষ্ঠান । স্ত্রী’রা স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন উপোস করে সন্ধেয় চাঁদ দেখে তবে জলপান করেন । কাপুর পরিবারও এর ব্যতিক্রম নয় । ছবি:ইনস্টাগ্রাম ।
advertisement
4/6
• বুধবার তাই করবা চৌথের পার্টিতে একসঙ্গে করবা চৌথের আচার পালন করলেন সকলে । চলল ফোটোসেশনও । রণধীর কাপুর, ববিতা, নিতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, আদর জৈন, তারা সুতারিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন করিনাও । ছবি:ইনস্টাগ্রাম ।
advertisement
5/6
advertisement
6/6
• অন্যদিকে, করবা চৌথের এই অনুষ্ঠানের ছবি পোস্ট করে আবেগঘন হয়ে পড়েন নিতু কাপুর । লেখেন ‘মিস ইউ কাপুর সাহাব ।’ ঋষি কাপুর চলে গিয়েছেন, যাঁর জন্য এই ব্রত উযাপন, আজ তিনিই নেই । খুব স্বাভাবিক ভাবেই এমন দিনে তাঁর কথাই মনে পড়ছে নিতুর। ছবি:ইনস্টাগ্রাম ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
দ্বিতীয়বার সন্তানসম্ভবা ৪০-এর করিনা, তবু করবা চৌথের আচার পালন করলেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল