Bollywood: বাবা, ছেলে দু'জনের সঙ্গেই গনগনে 'রোম্যান্স' এই বলি-নায়িকার,অন্তরঙ্গ দৃশ্যে 'কন্ট্রোল' হারালেন নায়ক, যা করে ফেললেন, শুটিং স্পটে তোলপাড়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বলিউডের এক খ্যাতনামা নায়িকা 'রোম্যান্স' করেছিলেন ছেলে-বাবা দু'জনের সঙ্গেই। সেটে এমন কাণ্ড ঘটল, গোটা শ্যুটিং ইউনিট জুড়ে তোলপাড়! কার কথা হচ্ছে বলুন তো?
advertisement
1/7

বলিউড নায়িকাদের জীবনে হাজারো চমক! জীবনের পরতে পরতে কত না রহস্য, কত না অমোঘ আকর্ষণের হাতছানি! বলিউডের অলিতে গলিতে কান পাতলেই শোনা যায় নায়িকাদের নিয়ে হাজার হাজার গসিপ, তাঁদের সম্পর্ক নিয়ে মুখরোচক জল্পনা-কল্পনা! এই যেমন বলিউডের এক খ্যাতনামা নায়িকা 'রোম্যান্স' করেছিলেন ছেলে-বাবা দু'জনের সঙ্গেই। সেটে এমন কাণ্ড ঘটল, গোটা শ্যুটিং ইউনিট জুড়ে তোলপাড়! কার কথা হচ্ছে বলুন তো?
advertisement
2/7
তিনি বলিউডের এভারগ্রিন 'ধকধক' গার্ল মাধুরী দীক্ষিত। মাত্র ১৭ বছর বয়সে সিনেমায় হাতেখড়ি। প্রথম ছবি বাংলার নায়ক তাপস পালের সঙ্গে 'অবোধ'। শুরুতেই মুক্তোর মতো ঝকঝকে হাসিতে আসমুদ্র-হিমাচলের 'হার্টথ্রব' হয়ে গিয়েছিলেন মাধুরী।
advertisement
3/7
একের পর এক সুপারহিট হিট ছবি... 'তেজাব' (১৯৮৮), 'দিল' (১৯৯০), 'বেটা' (১৯৯২), 'হম আপকে হ্যাঁয় কৌন' (১৯৯৪), 'দিল তো পাগল হ্যায়' (১৯৯৭)! এই মাধুরীই 'রোম্যান্স' করেছিলেন বাবা আর ছেলে দু'জনের সঙ্গেই! এখানেই শেষ নয়! অন্তরঙ্গ দৃশ্যে শ্যুট করার সময় বাবা বিনোদ খান্না কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন। চুম্বন দৃশ্যে অভিনয়ের সময় মাধুরীর ঠোঁট কামড়ে রক্ত বার করে দেন! ঠিক কী ঘটেছিল?
advertisement
4/7
ছবিতে চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী অনেকসময়েই অন্তরঙ্গ দৃশ্য শুট করতেই হয় অভিনেতাদের! কিন্তু সাধারণত, সেই সমস্ত দৃশ্য করার সময় যথেষ্ট সচেতন থাকেন তাঁরা। তবে, কোনও কোনও সময়ে ছন্দপতন হয় বৈকী! যতই বলা হোক ‘অভিনয়’, কিন্তু মানুষের আবেগ সবসময় বাঁধ মানে না! সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে, সবাই পেরে ওঠেন না!
advertisement
5/7
‘দয়াবান’ ছবির শ্যুটিংয়ের সময় এরকমই ঘটনার সম্মুখীন হয়েছিলে মাধুরী দীক্ষিত। ছবিটির জনপ্রিয় গান’ আজ ফির তুমপে পয়্যার আয়া হ্যায়’-র চিত্রায়ণে বিনোদ খান্না মাধুরীর ঠোঁটে চুমু খাবেন… পরিচালক ‘অ্যাকশন’ বলেছেন, শুরু হয়েছে শট… কিন্তু ‘ধকধক গার্ল’-কে চুমু খেতে খেতে নিজেকে সামলাতেন পারেননি বিনোদ খান্না। মাধুরীকে চুমু খাওয়ার দৃশ্যে বিনোদ নাকি এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিলেন যে মাধুরীর ঠোঁটে জোরে কামড় বসিয়েছিলেন। কেটে, রক্ত ঝরছিল নায়িকার ঠোঁট থেকে। বলা বাহুল্য, এহেন ঘটনায় গোটা শ্যুটিং ইউনিটের সামনে অপমানিত হয়েছিলেন মাধুরী,কান্নায় ভেঙে পড়েছিলেন বলিউডের ‘ধক ধক গার্ল’।
advertisement
6/7
কিন্তু মাধুরী কেন এমন অন্তরঙ্গ দৃশ্য করতে রাজি হয়েছিলেন? পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে তিনি জানান, যেসময় ছবির প্রস্তাব এসেছিল সে সময় বিনোদ খান্না বড় স্টার। ফলে স্বাভাবিকভাবেই ছবি করতে রাজি হন তিনি। ছবিতে অন্তরঙ্গ দৃশ্য থাকার জন্য সে সময় এক কোটি টাকা নিয়েছিলেন তিনি। তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, এই ছবিতে অভিনয় করতে রাজি হওয়াটা অভিনয় জীবনের খুব বড় একটা ভুল ছিল।
advertisement
7/7
শুধু বাবা বিনোদ খান্না নন, মাধুরী অনস্ক্রিন রোম্যান্স করেছেন বিনোদ খান্নার ছেলের অক্ষয় খান্নার সঙ্গেও। ১৯৯৭ ‘মোহব্বত’ ছবিতে মাধুরী আর অক্ষয়ের জুটি হিট করে।