Maharashtra Bhushan Award 2021: মহারাষ্ট্র ভূষণ সম্মান পাচ্ছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, প্রথম প্রতিক্রিয়াতে আবেগে ভাসল সোশ্যাল মিডিয়া
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
কিংবদন্তি শিল্পীর প্রতি মহারাষ্ট্র সরকারের বড় ঘোষণা
advertisement
1/7

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে (Legendary Singer Asha Bhosle) মহারাষ্ট্র ভূষণ সম্মানে সম্মানিত করা হবে ৷ এমনটাই ঘোষণা করলেন মহারাষ্ট্রের সাংস্কৃতিক মন্ত্রী অমিত দেশমুখ (Amit Deshmukh the cultural minister of Maharashta) ৷ নিজস্ব ছবি ৷
advertisement
2/7
আশা ভোঁসলেকে এই অনন্য সম্মান প্রদান করতে পেরে মহারাষ্ট্র সরকার যে গর্বিত তা জানিয়েছেন সাংস্কৃতিক মন্ত্রী অমিত দেশমুখ ৷ নিজস্ব ছবি ৷
advertisement
3/7
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলকে (Asha Bhosle) মহারাষ্ট্র ভূষণ সম্মান ২০২১ (Maharashtra Bhushan Award 2021) প্রদান করা হবে ৷ এই বিষয় নিয়েই আশা ভোঁসলের মুম্বইয়ের লোয়ার (Lower Paral in Mumbai)প্যারেলের বাড়িতে দেখা করেন মহারাষ্ট্রের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ৷ নিজস্ব ছবি ৷
advertisement
4/7
তিনি জানিয়েছেন ভারতরত্ন লতা মঙ্গেশকর (Bharat Ratna Lata mangeskar) ও মহারাষ্ট্র ভূষণ আশা ভোঁসলের কণ্ঠে এক দৈবিক শক্তি রয়েছে ৷ নিজস্ব ছবি ৷
advertisement
5/7
এই বিষয়কে সূত্র করেই অমিত দেশমুখ জানিয়েছেন মহারাষ্ট্রে একটি সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের সূচনা হবে সেখানে আশা ভোঁসলের মত কিংবদন্তিদের পরামর্শ অত্যন্ত প্রয়োজনীয় ৷ নিজস্ব ছবি ৷
advertisement
6/7
মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়ে আশা ভোঁসলে প্রথম অবিব্যাক্তি দিয়েছেন, তিনি জানিয়েছেন যে কোনও পুরষ্কারই তাঁর কাছে এক বিশেষ গুরুত্ব রাখে ৷ তবে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের গুরুত্ব তাঁর কাছে আরও স্পেশ্যাল কেননা এটি মহারাষ্ট্র অর্থাৎ তাঁর পরিবার থেকে দেওয়া হচ্ছে ৷ নিজস্ব ছবি ৷
advertisement
7/7
আশা ভোঁসলে মহারাষ্ট্র সরকারকে (Government of Maharashtra) ধন্যবাদ জানিয়েছেন এই অনন্য সম্মানের জন্য ৷ নিজস্ব ছবি ৷