TRENDING:

Leander Paes Dating Kim Sharma: লিয়েন্ডার পেজ ও কিম শর্মার প্রেমের গুঞ্জন, ভাইরাল নায়িকার বোল্ড সব ছবি! দেখুন

Last Updated:
সোশ্যাল মিডিয়ায় গোয়ায় বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করা হয়েছে গোয়ার একটি রেস্তোরাঁর পেজ থেকে। আর তাতেই জল্পনা তুঙ্গে উঠেছে (Leander Paes Dates Kim Sharma)।
advertisement
1/10
লিয়েন্ডার পেজ ও কিম শর্মার প্রেমের গুঞ্জন, ভাইরাল নায়িকার বোল্ড সব ছবি! দেখুন
খেলোয়াড়দের সঙ্গে বলিউড সেলিব্রিটিদের প্রেম একেবারেই নতুন নয়। পটৌদি-শর্মিলা ঠাকুর, মহেশ ভূপতি-লারা দত্ত থেকে বিরাট-অনুষ্কার মতো একাধিক জুটি রয়েছে এই তালিকায়। এবার সেই তালিকায় আরও একটি নাম ঢুকে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
2/10
ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ কি বলিউড নায়িকা কিম শর্মাকে ডেট করছেন! গোয়ায় দুজনের রোম্যান্টিক মেজাজে তোলা ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) সঙ্গে নাকি প্রেম করছেন অভিনেত্রী কিম শর্মা (Kim Sharma)। এমনই জোর গুঞ্জন চারিদিকে।
advertisement
3/10
কারণ, তেমনই ইঙ্গিত দিচ্ছে তাঁদের সাম্প্রতিক বেড়াতে যাওয়ার ছবি। সোশ্যাল মিডিয়ায় গোয়ায় বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করা হয়েছে গোয়ার একটি রেস্তোরাঁর পেজ থেকে। আর তাতেই জল্পনা তুঙ্গে উঠেছে (Leander Paes-Kim Sharma)।
advertisement
4/10
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবিগুলিতে দেখা গিয়েছে লিয়েন্ডারের সঙ্গে একেবারে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন অভিনেত্রী কিম শর্মা। গত মাসে মুম্বইয়ের বান্দ্রাতেও একটি পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন দুই তারকা। সেই সময়ও গুঞ্জন শোনা গিয়েছিল তাঁদের নতুন সম্পর্কের।
advertisement
5/10
ফের নতুন করে গোয়ায় বেড়াতে গিয়ে ছবি শেয়ার করা হয়েছে। এবং এবারই প্রথম একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তাঁরা। ইনস্টাগ্রামে গোয়ার রেস্তোরাঁ পৌসাদা বাই দ্য বিচ এই ছবিগুলি শেয়ার করেছে।
advertisement
6/10
১৯৯২ থেকে ২০১৬-র মধ্যে সাতটি অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন লিয়েন্ডার। তাঁর সঙ্গে যুবরাজ সিংয়ের প্রাক্তন বান্ধবীকে হঠাত্ একই ফ্রেমে দেখে অনেকেই অবাক। কারণ এর আগে কিম শর্মার সঙ্গে লিয়েন্ডারের কোনও ছবি কখনও দেখা যায়নি। তাঁরা কবে থেকে একে অপরকে ডেট করছেন সেটা জানার জন্য নেটিজেনদের একাংশের কৌতুহলের শেষ নেই।
advertisement
7/10
গোয়ার একটি রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। লিয়েন্ডার বা কিম, কেউই রাখঢাক করেননি। সামনেই টোকিও অলিম্পিক। তবে লিয়েন্ডারের আর অলিম্পিক প্রস্তুতির প্রশ্ন নেই। গত বছরই তিনি টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। ডাবলস স্পেশালিস্ট লিয়েন্ডারের হাতে এখন অগাধ সময়। তা ছাড়া রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একাই রয়েছেন।
advertisement
8/10
আর এমন সময় কি কিম শর্মা তাঁর জীবনে এলেন! লিয়েন্ডারের ভক্তরা জানতে চেয়েছেন, কিমের সঙ্গে কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন তিনি! নাকি গোয়ার রেস্তোরাঁয় হঠাত্ দেখা হওয়ায় দুজনে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন! লিয়েন্ডার বা কিম, কেউই অবশ্য সম্পর্ক নিয়ে খোলামেলা কিছু বলেননি এখনও।
advertisement
9/10
একটি নয়, একাধিক ছবি পোস্ট হয়েছে লিয়েন্ডার ও কিম শর্মার। একটি ছবিতে আবার লিয়েন্ডারকে কিমের কোমরে হাত দেওয়া অবস্থায় দেখা গিয়েছে। ফলে নেটিজেনদের একাংশ মনে করছে, দুজনে একান্তে সময় কাটাতেই গোয়ায় গিয়েছেন। আরও একটি ছবিতে লি ও কিমকে খাবার টেবিলে দেখা যাচ্ছে। সেই ছবিটি অবশ্য রেস্তোরাঁ কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।
advertisement
10/10
এতদিন শোনা যেত লিয়েন্ডার পেজ মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাঁদের এক কন্যাসন্তান, নাম আইয়ানাও রয়েছে। কিম অন্যদিকে, এতদিন 'হাসিন দিলরুবা' অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। কাজের দিক থেকে কিমকে প্রথম দেখা গিয়েছিল ২০০০ সালে শাহরুখ খানের 'মহব্বঁতে' ছবিতে। এর পর ফিদা ও তাজমহল ছবি করেছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Leander Paes Dating Kim Sharma: লিয়েন্ডার পেজ ও কিম শর্মার প্রেমের গুঞ্জন, ভাইরাল নায়িকার বোল্ড সব ছবি! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল