‘অর্ধেক হৃদয় তোমার সঙ্গেই চলে গিয়েছে, বাকিটায় তুমি বেঁচে আছ সুশ !’ লিখলেন কৃতি শ্যানন
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
ভালবাসার মানুষকে এভাবে দূরে সরিয়ে দিলে সুশ !..ভেঙে পড়া তুমিটাকে যদি আমি জুড়তে পারতাম, সুশান্তকে খোলা চিঠি লিখলেন কৃতি
advertisement
1/7

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাটা সকলে যেন টলিয়ে দিয়েছে ৷ দুদিন পরেও আলোচনার কেন্দ্রে শুধুই সুশান্ত আর একটা উত্তরহীন প্রশ্ন- কেন এরকম করলে? ধাক্কা খেয়েছেন তাঁর সমস্ত কাছের মানুষ সহ তাঁর বন্ধু-বান্ধবীরাও ৷ যদি একটু আগে বুঝতে পারতাম, যদি আটকাতে পারতাম ৷ আফসোসের সুর তাঁর প্রাক্তন প্রেমিকাদের গলাতেও ৷ সুশান্তের মৃত্যুর দুদিন পর ইনস্টায় তাঁর উদ্দেশে লেখা প্রাক্তন প্রেমিকা কৃতী শ্যাননের চিঠিতেও ভিজল চোখ ৷
advertisement
2/7
সঙ্গীর সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিন্ন তো আগেই হয়ে গিয়েছে ৷ কিন্তু যেভাবে দুনিয়ার সঙ্গে চিরবিচ্ছেদের রাস্তা বেছে নিলেন সুশান্ত সিং রাজপুত তাতে তা মানতে পারছেন না কৃতি শ্যানন ৷
advertisement
3/7
ইনস্টায় সুশান্তকে খোলা চিঠিতে কৃতি লিখেছেন, ‘সুশ, আমি জানি তোমার ব্রিলিয়ান্ট ব্রেন তোমার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রুও ৷ কিন্তু এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে তোমার জীবনে এমন একটা মুহূর্ত এসেছিল যেখানে তোমার বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা বেশি সহজ মনে হল ৷’
advertisement
4/7
কৃতির চিঠিতে এরকম একটা অঘটন আটকাতে না পারার আফসোস প্রতিটি ছত্রে ছত্রে ৷ সুশান্তকে কৃতি লিখেছেন, ‘যদি কেউ সেদিন তোমার পাশে থাকত, কারোর সঙ্গে যদি তুমি ওই মুহূর্তটা কাটাতে পারতে...’
advertisement
5/7
এখানেই শেষ নয়, কৃতি লিখেছেন, ‘সুশান্ত, যে তোমায় সবসময় ভালবেসে এসেছে তাকে যদি তুমি দূরে ঠেলে না দিতে.. যদি আমি এই ভেঙে পড়া তুমিটাকে জুড়তে পারতাম.. আমি পারলাম না.. সুশ তোমার সঙ্গেই আমার অর্ধেক হৃদয় চলে গেল, বাকি অর্ধেকে সারাজীবন বেঁচে থাকবে তুমি.. তোমার খুশি, ভাল থাকা নিয়ে আমি কোনওদিনই প্রার্থনা করা বন্ধ করিনি আর করবও না ৷’
advertisement
6/7
মিডিয়া রিপোর্ট বলে ‘রাবতা’ সিনেমার শ্যুটিং চলাকালীন সুশান্ত ও কৃতীর মধ্যে সম্পর্ক তৈরি হয় ৷ অঙ্কিতা লোখন্ডের সঙ্গে ব্রেক আপের পর বছর দুয়েক কৃতীর সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউডের অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক ৷ কিন্তু কোনও অজানা কারণে ভেঙে যায় সে সম্পর্কও ৷ আজও যে সে সম্পর্কের কিছু সুতো রয়ে গিয়েছে তা ফের স্পষ্ট কৃতীর পোস্টে ৷
advertisement
7/7
সুশান্তকে শেষ বিদায় জানাতে সোমবার কৃতি শ্যানন হাজির ছিলেন শেষকৃত্যে ৷