Khushi Kapoor The Queen Of Selfies: সেলফির রানি শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সব ছবি
- Published by:Raima Chakraborty
Last Updated:
যদিও ফ্যাশন দুনিয়ায় ইতিমধ্যেই নিজের জায়গা করে ফেলেছেন খুশি কাপুর (Khushi Kapoor The Queen Of Selfies)।
advertisement
1/11

বলিউডে পা রেখেছেন শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। তবে এখনও বড় পর্দায় ছোট মেয়ের যোগ দেওয়ার কোনও খবর নেই। যদিও ফ্যাশন দুনিয়ায় ইতিমধ্যেই নিজের জায়গা করে ফেলেছেন খুশি কাপুর (Khushi Kapoor The Queen Of Selfies)।
advertisement
2/11
সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নিজের ছবি শেয়ার করেন খুশি। তাদের মধ্যে বেশিরভাগই সেলফি। নেটিজেনরা খুশিকে সেলফি কুইন (Khushi Kapoor The Queen Of Selfies) বলে থাকেন।
advertisement
3/11
গাড়িতে বসেই এই অসাধারণ সেলফি তুলেছেন খুশি (Khushi Kapoor The Queen Of Selfies)। ছবি সব ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
advertisement
4/11
একে বলে মিরর সেলফি। আয়নার সামনে দাঁড়িয়ে এই ছবি তুলে শেয়ার করেছেন খুশি।
advertisement
5/11
সূর্যস্নাত সেলফিতে সাড়া ফেলেছেন খুশি।
advertisement
6/11
রাত পোশাকেও অনবদ্য খুশির এই ছবি।
advertisement
7/11
বোর হয়ে যাওয়া লুকেও শেয়ার করেছেন সেলফি।
advertisement
8/11
এই ছবিটিও আয়নায় তুলেছেন খুশি। দেখা যাচ্ছে তাঁর অসাধারণ ফিগার।
advertisement
9/11
পাউট করে তুলেছেন এই সেলফি।
advertisement
10/11
সোয়্যাগ দেখিয়ে শেয়ার করেছেন এই সেলফি।
advertisement
11/11
শ্রীদেবী-কন্যার নানা সেলফি নেটপাড়ায় ঝড় তুলেছে।