করিনা-নেহা থেকে স্টারকিড, করণের যমজ যশ-রুহির বার্থডে পার্টিতে বসেছিল চাঁদের হাট! দেখুন ছবি
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
২০১৭ সালে সারোগেসির মাধ্যমে করণের ঘর আলো করে আসে যশ আর রুহি। রবিবার চারে পা দিল খুদেরা। জন্মদিনের অন্দরের ছবি দেখে নিন এক ঝলক...
advertisement
1/8

বাবা হওয়ার পর জীবনে এসেছে আমুল পরিবর্তন! এমনটাই দাবি করেন বলিউডের অন্যতম পরিচালক তথা প্রযোজক করণ জোহর। রবিবার, ৭ ফেব্রুয়ারি ছিল করণের যমজ সন্তান যশ এবং রুহির জন্মদিন। চার বছরে পা দিল খুদেরা। আর সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক স্টার কিড থেকে অভিনেতা অভিনেত্রীরাও।
advertisement
2/8
সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন খোদ করণ। ইনস্টাগ্রামে সেই সব ছবি এখনও জ্বলজ্বল করছে। (ইনস্টাগ্রাম ছবি: করণ জোহর)
advertisement
3/8
জন্মদিনের পার্টিতে বলিউডের হবু মা করিনা কাপূর এবং সইফ পুত্র তৈমুর খান উপস্থিত ছিলেন। এই দিন করিনা একটি ফ্লোরাল প্রিন্টের গাউন পরেছিল। হালকা মেকআপে হবু মা-কে দারুণ লাগছিল দেখতে। (ইনস্টাগ্রাম ছবি: করিনা কাপূর)
advertisement
4/8
জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন নেহা ধূপিয়া এবং অঙ্গদ বেদী সহ তাঁদের একমাত্র কন্যা মেহের। নেহা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন ছবি। (ইনস্টাগ্রাম ছবি: নেহা ধূপিয়া)
advertisement
5/8
বার্থডে পার্টিতে তারকাদের জমজমাটি আড্ডা, সাজপোশাক নজর কেড়েছিল সকলের। ইনস্টাগ্রামে সেই সব ছবি পোস্ট করতেই এখন বিনোদন জগতের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে করণের যমজ। (ইনস্টাগ্রাম ছবি: নেহা ধূপিয়া)
advertisement
6/8
এই দিন যশ-রুহির জন্মদিনে উপস্থিত ছিলেন সেরাম ইন্সটিটিউটের কর্ণধার আদর পুণাওয়ালার স্ত্রী নাতাশা পুণাওয়ালা। ছেলেকে নিয়ে তিনি করণের পার্টিতে গিয়েছিলেন। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েছে সেই সব ছবি। (ইনস্টাগ্রাম ছবি: নাতাশা পুণাওয়ালা)
advertisement
7/8
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রাও ছিলেন বিশেষ অতিথি। নিজের সোশ্যাল মিডিয়ায় করণ এবং নাতাশার সঙ্গে শেয়ার করেছেন ছবি। (ইনস্টাগ্রাম ছবি: মনীশ মলহোত্রা)
advertisement
8/8
২০১৭ সালে সারোগেসির মাধ্যমে করণের ঘর আলো করে আসে যশ আর রুহি। উভয়ের আসাতে নাকি করণের জীবনধারায় অনেক পরিবর্তন এসেছে। এমনটাই বার বার বলে এসেছেন, বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা করণ জোহর। যশ এবং রুহির বাবা হিসেবে নিজেকে পরিচয় দিতে তিনি ভাগ্যবান মনে করেন। (ইনস্টাগ্রাম ছবি: করণ জোহর)