TRENDING:

‘লাল সিং চাড্ডা’-র বাকি শ্যুটিংয়ে করিনার বেবি বাম্প VFX দিয়ে ছেঁটে ফেলা হবে!

Last Updated:
লকডাউনের কারণে কাজও এখন বন্ধ । তবে কয়েকদিন পর থেকে ফের কাজ শুরু হলে সমস্যা হতে পারে করিনাকে নিয়ে ।
advertisement
1/5
‘লাল সিং চাড্ডা’-র বাকি শ্যুটিংয়ে করিনার বেবি বাম্প VFX দিয়ে ছেঁটে ফেলা হবে!
• নতুন অতিথি আসতে চলেছে নবাব পরিবারে । দ্বিতীয়বারের জন্য মা হচ্ছেন করিনা কাপুর খান । আর এই নিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ আলি খান । কিছুদিনের মধ্যেই বড় দাদা হতে চলেছে তৈমুর । সম্ভবত আগামী বছরের জানুয়ারিতেই ডেলিভারি হবে করিনার।
advertisement
2/5
• লকডাউন শুরুরআগে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিং করছিলেন করিনা । সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের ক্রিসমাসে ।
advertisement
3/5
• কিন্তু করোনা আবহে পিছিয়ে গিয়েছে সেই ছবির মুক্তি । জানা গিয়েছে, গোটা এক বছর পর অর্থাৎ ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’ ।
advertisement
4/5
• ছবির কিছু অংশের শ্যুটিং এখনও বাকি রয়েছে । লকডাউনের কারণে কাজও এখন বন্ধ । তবে কয়েকদিন পর থেকে ফের কাজ শুরু হলে সমস্যা হবে করিনাকে নিয়ে । কারণ এখন ২-৩ মাসের প্রেগন্যান্ট করিনা । সেক্ষেত্রে বেবি বাম্প উঁকি দিতে পারে ।
advertisement
5/5
• তাই জানা গিয়েছে, নায়িকা বেবি বাম্প নিয়ে শ্যুটিং করলেও ছবির সামঞ্জস্য বজায় রাখতে তা VFX বা ভিজুয়াল অফেক্টস দিয়ে মুছে ফেলা হবে । কারণ এ ছাড়া আর বিকল্প কোনও পথ নেই ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘লাল সিং চাড্ডা’-র বাকি শ্যুটিংয়ে করিনার বেবি বাম্প VFX দিয়ে ছেঁটে ফেলা হবে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল