Kareena Kapoor on Son Jeh: কী কাণ্ড! মলদ্বীপে বেড়াতে গিয়ে ছোট ছেলে জেহকে খুঁজে পাচ্ছেন না করিনা?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মলদ্বীপ থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন করিনা (Kareena Kapoor)। সেই পোস্টেই এবার ছোট ছেলে জেহকে খুঁজে না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন করিনা (Kareena Kapoor on Son Jeh)।
advertisement
1/8

বলিউড সেলিব্রিটিদের অন্যতম পছন্দের বেড়ানোর জায়গা মলদ্বীপ। সপ্তাহের শুরুতেই এবার সেখানে ছুটি কাটাতে পৌঁছে গিয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সঙ্গে রয়েছেন অবশ্যই স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) ও দুই ছেলে তৈমুর (Taimur Ali Khan) এবং জেহ (Jeh Ali Khan)।
advertisement
2/8
মলদ্বীপ থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন করিনা (Kareena Kapoor)। সেই পোস্টেই এবার ছোট ছেলে জেহকে খুঁজে না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন করিনা (Kareena Kapoor on Son Jeh)।
advertisement
3/8
ইনস্টাফ্যামে মলদ্বীপে বেড়ানোর ও সময় কাটানোর একাধিক ছবি শেয়ার করেছেন করিনা। সেখানে একটি স্টোরিতে দেখা গিয়েছে, সমুদ্রের ধারে কোনও ক্যাফেতে বসে রয়েছেন করিনা। ব্রেকফাস্ট টেবিলে বসে তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, 'আমার বেবি কোথায়?' (Kareena Kapoor on Son Jeh)
advertisement
4/8
স্বাভাবিক ভাবেই তিনি যে ছোট ছেলে জেহর কথা বলছেন, তা আর বোঝার অপেক্ষা রাখে না। কারণ, তৈমুর এখন অনেকটাই বড়। আর এ বছরই ২১ ফেব্রুয়ারি জন্ম হয়েছে করিনা ও সইফের দ্বিতীয় সন্তান জেহর। সে কারণে ছবিতে যে উৎকণ্ঠা রয়েছে করিনার প্রশ্নে, তা অবশ্যই জেহর জন্য।
advertisement
5/8
গত মাসের পর এ মাসে ফের মলদ্বীপে বেড়াতে গিয়েছেন করিনা ও সইফ। সঙ্গে দুই ছেলে। সেখানে গিয়ে পারফেক্ট সেলফি থেকে প্রকৃতির নানা ছবি শেয়ার করে চলেছেন করিনা। সমুদ্রে স্নান থেকে সইফের সঙ্গে একান্তে সময় কাটানোরও ঝলক শেয়ার করেছেন করিনা।
advertisement
6/8
'আমার বেবি কোথায়' প্রসঙ্গে অনেক নেটিজেনই মনে করছেন, ছবি তোলার সময় আচমকাই করিনার ছেলের কথা মনে পড়েছে। অনেকে আবার বলেছেন, নিজে একা ছবি না তুলে ছেলেকে নিয়েই ছবি তুলতে চেয়েছেন নায়িকা। সে কারণেই এই খোঁজ।
advertisement
7/8
ফেব্রুয়ারি মাসে ছেলেকে জন্ম দেওয়ার পর থেকে বেশিরভাগ ছবিতেই ছোট ছেলের মুখ ঢেকে ছবি শেয়ার করতেন করিনা। নিজের প্রেগন্যান্সি নিয়ে লেখা বইতে ছেলের নাম ঘোষণার পর থেকে ছোট ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া শুরু করেছেন তিনি। তৈমুরের মতো জেহর নাম নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে করিনা ও সইফকে। যদিও তা নিয়ে তাঁরা একেবারেই ভাবিত নন।
advertisement
8/8
কাজের দিক থেকে করিনাকে শেষ দেখা গিয়েছে ২০২০ সালে আংরেজি মিডিয়াম ছবিতে। প্রেগন্যান্ট অবস্থাতেই আমির খানের সঙ্গে তাঁর পরের ছবি লাল সিং চাড্ডার শ্যুটিংও করেছেন তিনি। এ বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছবিটির।