‘এতদিন আমার গর্ভে ও মোমোর মত জড়িয়ে ছিল’, মেয়ের নামকরণ করে লিখলেন কল্কি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

• মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কল্কি কোয়েচলিন ৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• বয়ফ্রেন্ড গাই হার্শবার্গের সঙ্গে প্রায় বছর দুই প্রেমের সম্পর্ক তাঁর ৷ তিনিই কল্কির সন্তানের বাবা ৷ তাঁদের এখনও বিয়ে হয়নি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• কল্কি আগেই জানিয়েছিলেন, ওয়াটার বার্থ পদ্ধতিতে সন্তানের জন্ম দেবেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• এমনকী, বাচ্চা হওয়ার আগেই তিনি ঠিক করে ফেলেছিলেন বাচ্চার নাম ৷ সে নাম এমনই যাতে বাচ্চা ছেলে হোক বা মেয়ে, উভয়ের ক্ষেত্রেই নামটি যথাযথ হবে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• মা হওার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের খুদে পায়ের ছাপ নিয়ে সেই ছবি শেয়ার করেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• তার সঙ্গে লেখেন অসাধারণ একটি ক্যাপশনও ৷ গোটা ৯ মাসের এই জার্নিকে খুব সুন্দরভাবে লিখে বর্ণনা করেন কল্কি ৷ সেই সঙ্গেই জানান মেয়ের নামও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• কল্কি ও গাই তাঁদের সদ্যোজাত কন্যার নাম রেখেছেন সাফো ৷ প্রাচীন গ্রিসের একজন জনপ্রিয় মহিলা কবির নাম ছিল সাফো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷