Irrfan Khan | মায়ের মৃত্যুর ৪ দিন পরেই প্রয়াত ছেলে ইরফান, চোখের জলে বিদায়...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মায়ের মৃত্যুতে শোকে ডুবে থাকা পরিবার ভাবতেই পারেনি যে এভাবে ৪দিনের মাথায় পুত্র ইরফানও আর থাকবেন না...
advertisement
1/6

*প্রতায় অভিনেতা ইরফান খান৷ ২০১৮ থেকে ক্যান্সারে ভুগছিলেন তিনি৷ শরীরে বাসা বাঁধা কঠিন ক্যান্সারের কথা নিজেই ভক্তদের জানিয়েছিলেন ইরফান৷
advertisement
2/6
*৪ দিন আগে মারা গিয়েছেন ইরফানের মা সাইদা বেগম৷ ইরফানের জন্মস্থান জয়পুরেই থাকতেন তিনি৷ মৃত্যকালে বয়স হয়েছিল ৯৫ বছর৷ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি৷
advertisement
3/6
*দেশজুড়ে লকডাউনের ফলে মায়ের মৃত্যুতে জয়পুর পৌঁছতে পারেননি ইরফান৷ ভিডিও কনফারেন্সে তিনি তার শেষ শ্রদ্ধা জানান৷ কিন্তু সেই সময় কে জানত যে ইরফানের আয়ু আর বেশি দিন নেই৷
advertisement
4/6
*ইরফানের ভাই জানান যে বয়সের ভারে অনেকটাই শরীরে ভেঙেছিল সইদা বেগমের৷ কিন্তু ছেলে ইরাফানের ক্যান্সারের খবর তিনি রাখতেন৷ কিছুদিন আগেও তার শরীরের হাল কেমন, তার খোঁজ নিয়েছিলেন৷
advertisement
5/6
*জয়পুরে চুঙ্গি নাকা কবরস্থানে সাইদা বেগমের শেষকৃত্য সম্পন্ন হয়৷ সেখানে পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন৷ তবে খুব কম সংখ্যক পরিবারের সদস্য ছিলেন সেখানে৷
advertisement
6/6
*মায়ের মৃত্যু ৪ দিন পরই ইরফানের মৃত্যু৷ ইরফানের মৃত্যুর খবর একেবারেই আকস্মিক৷ পরিবার থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি, কেউ যেন বিশ্বাস করতে পারছেন না যে ইরফান আর নেই৷ সকলে বলছেন এবার মায়ের কোলেই চিরঘুমে চলে গেলেন ইরফান...