TRENDING:

Bollywood: বাবা-স্বামীর অত্যাচার, মদের নেশা, ভারতের সবথেকে ধনী নায়িকার মৃত্যুর পর হাসপাতালের বিল মেটানোর টাকা ছিল না...

Last Updated:
১৯৫০ সাল নাগাদ বলিউডে এক-সে-বরকর-এক নায়িকাদের জোরদার প্রতিযোগিতা। মধুবালা, ওয়াহিদা রহমান, নূতন...! কোন-ও নায়িকার স্টারডম ছিল, কোন-ও নায়িকা আবার বক্স-অফিসে সফল ছিলেন। একমাত্র একজন নায়িকাই ছিলেন, যিনি এককথায় 'কমপ্লিট প্যাকেজ' ছিলেন। মীনা কুমারী
advertisement
1/9
ভারতের সবথেকে ধনী নায়িকার কাছে মৃত্যুর পর হাসপাতালের বিল মেটানোর টাকা ছিল না...
১৯৫০ সাল নাগাদ বলিউডে এক-সে-বরকর-এক নায়িকাদের জোরদার প্রতিযোগিতা। মধুবালা, ওয়াহিদা রহমান, নূতন...! কোন-ও নায়িকার স্টারডম ছিল, কোন-ও নায়িকা আবার বক্স-অফিসে সফল ছিলেন। একমাত্র একজন নায়িকাই ছিলেন, যিনি এককথায় 'কমপ্লিট প্যাকেজ' ছিলেন। মীনা কুমারী
advertisement
2/9
মীনা কুমারী! ট্র্যাজিক ক্যুইন। ভাগ্যের নিদারুণ পরিহাস! একসময়ে ভারতের সবথেকে ধনী নায়িকার জীবন শেষ হল করুণ অবস্থায়! বাবা-স্বামীর অত্যাচার, প্রতারণা, টাকার অভাব, মদের নেশা... ট্র্যাজিক ক্যুইন মীনা কুমারীর জীবন যেন চিত্রনাট্য।
advertisement
3/9
৫০-৬০ দশকে ভারতের সবথেকে সফল এবং ধনী নায়িকা হয়ে ওঠেন মীনা কুমারী। কিন্তু ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই গুমড়াচ্ছিলেন তিনি। ১৯৩৩ সালে জন্ম মীনা কুমারীর। তখন তাঁর নাম ছিল মেহজবিন। বাবা আলি বক্স, মা ইকবাল বেগম। বাবা পুত্র সন্তান চেয়েছিলেন। মেয়ে হওয়ায় তাকে অনাথাশ্রমে রেখে আসেন। পরে অবশ্য বাড়ি নিয়ে আসেন মেয়েকে, কিন্তু সারাজীবন-ই মেয়ে-বাবার সম্পর্ক তিক্ত ছিল।
advertisement
4/9
মাত্র ৬ বছর বয়সে, ১৯৩৯-এ বলিউডের পর্দায় প্রথম দেখা গিয়েছিল মীনা কুমারীকে। বেবি মাহজবীন নামে প্রথম ফিল্ম ‘লেদারফেস’। সে-ই ছিল পরিবারের একমাত্র রোজগেরে। ১৮ বছর বয়সে পরিচালক কামাল আমরোহির সঙ্গে পরিচয়। আমরোহি বিবাহিত ছিলেন। তবুও ১৯৫২ সালে গোপনে বিয়ে করেন মীনা কুমারী ও আমরোহি।
advertisement
5/9
কিন্তু বিয়ের পরে মীনা কুমারী আর কামাল আমরোহির জীবন মসৃণ ছিল না। আমরোহি অকথ্য অত্যাচার করতেন মীনা কুমারীর উপর। চলত মারধোর। অভিনেত্রী নার্গিস একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রকাশ্যেই মীনা কুমারীরে মারধর করতেন আমরোহি। শেষ পর্যন্ত বিয়েটা টেকে না। বিচ্ছেদ হয়ে যায় আমরোহি আর মীনা কুমারীর।
advertisement
6/9
ব্যক্তিগত জীবন জর্জরির হলেও কেরিয়ার ছিল সোনায় মোড়া। 'তামাশা'য় মীনা কুমারীর অভিনয় আজ-ও ভোলেনি দর্শক। সাড়া ফেলল ১৯৫২-র 'বাইজু বাওরা'। ৫০-এর দশকে একের পর এক ব্লকবাস্টার ছবি-- 'পরীনিতা', 'চাঁদনি চওক', 'আজাদ', 'এক হি রাস্তা'। 'শারদা', 'শাহারা', ' দিল আপনা অওর প্রিত পরাই', 'কাজল', 'সাহেব বিবি অওর ঘুলাম' ছবির হাত ধরে তিনি হয়ে উঠলেন 'ট্র্যাজেডি ক্যুইন'। ৬০-এর দশকের শুরুতে তাঁকে টেক্কা দেওয়ার আর কেউ ছিল না। হিরোরা-ও তাঁর কাছে হার মানতেন।
advertisement
7/9
৬০-এর দশকের শেষ পর্যন্ত তাঁর কেরিয়ার উড়ছিল। একটার পর একটা হিট। ১৯৬৮ সালে তাঁর শেষ হিট ছবি 'বাহারো কি মনজিল'।
advertisement
8/9
এরপর-ই পড়তে থাকে মীনা কুমারীর কেরিয়ার। এর মূল কারণ ছিল মদের নেশা। এক-এক সময় সেটেও মদ্যপান করে আসতেন মীনা কুমারী।
advertisement
9/9
১৯৭১ সালে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। শরীর খারাপের মধ্যেও জীবনের সবথেকে বড় ছবি 'পাকিজা' শ্যুট করেন মীনা কুমারী। ১৯৭২ সালে ছবিটি মুক্তি পায়, এর কয়েক সপ্তাহ বাদেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মীনা কুমারী। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। একসময়ে ভারতের সবথেকে ধনী নায়িকার হাসপাতালের বিল দেওয়ার টাকাও ছিল না।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood: বাবা-স্বামীর অত্যাচার, মদের নেশা, ভারতের সবথেকে ধনী নায়িকার মৃত্যুর পর হাসপাতালের বিল মেটানোর টাকা ছিল না...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল