লাল শাড়ি-লাল টিপ-নুডল স্ট্র্যাপ ব্লাউজে করবা চৌথে সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল কাজল, রূপে-লাবণ্যে ঝরছে আগুন!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
সৌন্দর্যে যে কোনও সুন্দরীকে দিতে পারেন ১০ গোল এখনও
advertisement
1/5

করবা চৌথে মজেছে গোটা বলিউড। স্বামীর মঙ্গলে হিন্দু স্ত্রীদের ব্রতপালনে পিছিয়ে নেই বলিউডও ৷ পিছিয়ে নেই অজয় দেবগনের স্ত্রী কাজল দেবগনও ৷ লাল শাড়িতে কাঁপিয়েছেন সোশ্যাল মিডিয়া ৷ তথ্য অরুণিমা দে ৷
advertisement
2/5
এই তালিকায় একদম প্রথম সারিতে বলিউডের সিমরন ওরফে কাজল লাল শাড়ি, লাল টিপ, হাতে চুরি। কাজলের করবা চৌথে লুক সকলকে মুগ্ধ করেছে।
advertisement
3/5
নুডল স্ট্র্যাপ ব্লাউজ, মডার্ন টাচ যোগ করেছে লুকে। ব্লাউজে রয়েছে সিকুয়েন্সের কাজ।
advertisement
4/5
করবা চৌথের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কাজলের নেকলেস ও ঝুমকা।
advertisement
5/5
চাঁদ দেখার জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করছেন কাজল। ব্রত পালনের মাঝেও নিজের ঘায়েল করা লুকে সোশ্যাল মিডিয়ায় পের ঝড় তুলেছেন কাজল ৷