শাহরুখ খানের বাড়িতে একরাত থাকা-খাওয়া-সুপারহিট ছবি দেখার দুরন্ত সুযোগ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
আপনি কি সেই ভাগ্যবান মানুষ?
advertisement
1/5

বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান ৷ তাঁর বাড়িতে যদি একটি রাত অতিবাহিত করা হয় সেই বাড়ির যদি এক রাতের জন্য অতিথি হওয়া যায় সেক্ষেত্রে অভিজ্ঞতা ঠিক কেমন হবে বলেই মনে করা হচ্ছে ৷ কিং খানের বাড়িতে কাটানো সময় যে একটু স্পেশ্যাল হবে তা আর নতুন করে বলার কিছু নেই ৷ শাহরুখ খানের দিল্লির বাড়িতে সাধারণ মানুষের থাকার জন্য এক নির্বাচন কমিটি রয়েছে ৷ সেই কমিটিতে রয়েছেন শাহরুখের স্ত্রী গৌরিও ৷ Instagram @iamsrk.
advertisement
2/5
আমেরিকার অনলাইন রেন্টাল সংস্থা Airbnb এই সুবিধা দেওয়া হচ্ছে ৷ ওয়েবসাইটে http://www.airbnb.com/d/homewithopenarms-এ গিয়ে আবেদন করতে হবে ৷ এই বিষয়ে আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২০ ৷ ১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত নামের তালিকা প্রকাশ করা হবে ৷ Instagram @iamsrk.
advertisement
3/5
ভাগ্যবান বিজয়ী সুযোগ পাবেন শাহরুখ খানের দিল্লির বাড়িতে ২ জনের জন্য ১৩ ফেব্রুয়ারি ২০২১ রাত কাটানোর সময় বিশেষ সুযোগ থাকছে ৷ এই বিষয়ে নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন শাহরুখ খান ৷ Instagram @iamsrk.
advertisement
4/5
সূত্রের খবর একই সঙ্গে শাহরুখের বাড়িতে ২ জনের নৈশভোজের সঙ্গে সঙ্গে শাহরুখের ছবি দেখারও সুযোগ থাকছে ৷ এই প্রথম হবে যে শাহরুখ খানের দিল্লির বাড়িতে সাদারণ মানুষেরা একটি রাত কাটানোর সুযোগ পাবেন ৷ Instagram @iamsrk.
advertisement
5/5
গৌরি নিজের দিল্লির বাড়ির নকশা করেছেন ৷ পরিবার নিয়ে মুম্বইতে থাকেন দিল্লির বাড়ির সঙ্গে অনেক স্মৃতি রয়েছে ৷ Instagram @iamsrk.