TRENDING:

শীতের বোল্ড ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন হিনা খান! দেখুন ভাইরাল ছবি

Last Updated:
হিনা খানের শীতের ফটোশ্যুট, দেখে নিন এক ঝলক...
advertisement
1/6
শীতের বোল্ড ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন হিনা খান! দেখুন ভাইরাল ছবি
বলিউডে বোল্ড নায়িকাদের মধ্যে হিনা খানের নাম উঠে আসে প্রথম সারিতে। জনপ্রিয় অভিনেত্রীর অনবদ্য স্টাইল আর ফ্যাশন সেন্সের জন্য অনেকেই তাঁকে স্টাইল আইকন হিসেবে দেখেন। সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শীতের ফটোশ্যুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর তাতেই মজেছেন নেটবাসী। হু হু করে শেয়ার করা হচ্ছে তাঁর সাদা কালো 'লেডি ইন ব্ল্যাক' ছবি।
advertisement
2/6
ছোট পর্দাতেই তাঁকে বেশি অভিনয় করতে দেখা যায়। কেবল তাই নয়, বিগবসের বিজেতা হিনা খান তাঁর স্টাইলের জন্য ইন্ডাস্ট্রিতে পিছনে ফেলে দিয়েছেন অনেক হেভিওয়েট তারকাদেরও। দেখে নিন এক ঝলক তাঁর শীতের মরশুমের বোল্ড ফটোশ্যুট গুলো।
advertisement
3/6
সম্প্রতি তাঁর শীতের ফটোশ্যুট গুলো থান্ডার দিনেও আগুন লাগিয়েছে। হিনা খান যে ছবি পোস্ট করেছেন সেগুলিতে তাকে দেখা গিয়েছে, কালো সোয়েটারের সঙ্গে ম্যাচিং নেট গ্লোভস। গ্লোভসের শীর্ষে একটি হীরার আংটিও পরেছেন তিনি। সাদা জ্যাকেট সঙ্গে কালো টুপি। হালকা শেডসে্‌র লিপস্টিক, এক্কেবারে শীতের দিনে পারফেক্ট লুক।
advertisement
4/6
শুরু হয়ে গিয়েছে প্রেমের মাস, এখনই তো প্রেম নিবেদনের পালা। তাই এই প্রেমের মরশুমের মাসটিকে স্বাগত জানিয়ে নায়িকা সেজেছেন লাল পোলো সোয়েটার এবং ভেলভেট জ্যাকেটে। খোলা চুল- লাল লিপস্টিক- কালো কাজল পরা চোখে নেশা, ঠিক যেন হাতছানি দিচ্ছে আপনাকেই। এ ছবির ক্যাপশনে লিখেছিলেন, "সুতরাং প্রেমের মাস শুরু হয় ... লাল (বর্ণা) রঙ দিয়ে শুরু করুন ..."।
advertisement
5/6
নীল ডেনিম জিন্স, আর বাঘের ছালের ন্যায় সোয়েটার। পায়ে হান্টার জুতো! শীতের দিনে কাকে শিকার করছেন নায়িকা? হিনা খানের এই বোল্ড অবতারে মুগ্ধ তাঁর ভক্তরা। খোলা চুল, হালকা মেকআপ। অসাধারণ ফটোশ্যুট গুলো দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
6/6
তাঁর একটা ছবিতে ভক্তদের লাইক পড়ে কয়েক হাজার। ভক্তদের চমক লাগাতে শুধু ছবি শেয়ার করাই নয়। মাঝে মধ্যে টিকটক ভিডিও, ফ্যাশন টিপস্‌ দিচ্ছেন নায়িকা। হিনা খানের ফ্যান ফলোয়ার কিছু কম নয় বটে। কিছু দিন আগেই ইনস্টাগ্রামে ১০ মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
শীতের বোল্ড ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন হিনা খান! দেখুন ভাইরাল ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল