TRENDING:

বলিউডের ইতিহাসে প্রথমবার! কোনও অভিনেত্রী এত পারিশ্রমিক নিয়ে 'ভিলেন' হবেন...! টেক্কা ববি-সঞ্জয়দের!

Last Updated:
বলিউডের ইতিহাসে প্রথমবার! ববি দেওল, সঞ্জয় দত্তকেও টেক্কা, দেশের সবচেয়ে দামি 'ভিলেন' হলেন এই অভিনেত্রী! বলুন তো কে?
advertisement
1/9
বলিউডের ইতিহাসে প্রথমবার! কোনও অভিনেত্রী এত পারিশ্রমিক নিয়ে 'ভিলেন' হবেন! টেক্কা নায়কদেরও
হিন্দি সিনেমা থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি— এখন ভিলেনদের জনপ্রিয়তা বাড়ছে হু হু করে। অনেক বড় তারকা এখন ভিলেনের চরিত্রে অভিনয় করতেই বেশি আগ্রহী। ববি দেওল ও সঞ্জয় দত্ত বর্তমানে এই ধরনের চরিত্রে দাপট দেখাচ্ছেন। কিন্তু এবার একজন অভিনেত্রীই হয়ে উঠলেন দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া ভিলেন!
advertisement
2/9
গত কয়েক বছরে সিনেমা ইন্ডাস্ট্রিতে ভিলেনদের গুরুত্ব অনেক বেড়ে গেছে। ববি দেওল, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফের মতো তারকারা নায়কের ইমেজ ছেড়ে এখন ভিলেন চরিত্রেই নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এর বড় উদাহরণ, **'অ্যানিমাল' সিনেমা, যা ৯০০ কোটি টাকা আয় করেছে**। অন্যদিকে, সঞ্জয় দত্ত দক্ষিণী সিনেমায় খলনায়কের ভূমিকায় একের পর এক বাজিমাত করছেন।
advertisement
3/9
এবার ববি-সঞ্জয়ের ভিলেনের রাজত্বে ধাক্কা দিতে আসছেন বলিউডের ভিলেন কুইন! দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী সিনেমা **SSMB29**-এ তাঁকে এবার নায়িকা নয়, বরং প্রধান ভিলেন হিসেবে কাস্ট করা হয়েছে। জানা গেছে, এটি ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে, যার বাজেট ১০০০ কোটি টাকা!
advertisement
4/9
তিনি আর কেউই নন, দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া! রাজামৌলি নাকি প্রিয়াঙ্কার পারিশ্রমিক হিসেবে ৩০ কোটি টাকা নির্ধারণ করেছেন! যা কোনো ভারতীয় অভিনেতার ক্ষেত্রে রেকর্ড।
advertisement
5/9
এতদিন পর্যন্ত কোনও পুরুষ অভিনেতাও খলনায়কের চরিত্রে এত পারিশ্রমিক নেননি। এবার দেখে নেওয়া যাক অন্যান্য জনপ্রিয় ভিলেনদের পারিশ্রমিক— জানলে চমকে উঠবেন!
advertisement
6/9
**ববি দেওল**: 'অ্যানিমাল' সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেই ববি নতুনভাবে জনপ্রিয়তা পান। এই সিনেমার জন্য তিনি **৪-৫ কোটি টাকা** পারিশ্রমিক নিয়েছিলেন। - **সঞ্জয় দত্ত**: 'KGF 2' এবং 'লিও'-তে দুর্দান্ত ভিলেনের চরিত্রে দেখা গেছে তাঁকে। দক্ষিণী সিনেমায় ভিলেন চরিত্রের জন্য **৮-৯ কোটি টাকা** পারিশ্রমিক পান তিনি।
advertisement
7/9
**বিজয় সেতুপতি**: 'জওয়ান' সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। তাঁর পারিশ্রমিক **২১ কোটি টাকা**। - **সইফ আলি খান**: 'আদিপুরুষ' সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ। এই সিনেমার জন্য তিনি **১০ কোটি টাকা** নিয়েছিলেন।
advertisement
8/9
**ইমরান হাশমি**: 'টাইগার ৩' সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য তিনি **১০ কোটি টাকা** পারিশ্রমিক নেন।
advertisement
9/9
ভারতের সবচেয়ে দামি ভিলেন এখন প্রিয়াঙ্কা চোপড়া! সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে এই প্রথম কোনও অভিনেত্রী এত বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে ভিলেন চরিত্রে অভিনয় করতে চলেছেন। এখন দেখার, তিনি তাঁর অভিনয় দিয়েও ববি-সঞ্জয়দের ছাপিয়ে যেতে পারেন কিনা!
বাংলা খবর/ছবি/বিনোদন/
বলিউডের ইতিহাসে প্রথমবার! কোনও অভিনেত্রী এত পারিশ্রমিক নিয়ে 'ভিলেন' হবেন...! টেক্কা ববি-সঞ্জয়দের!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল