TRENDING:

চোখ, মুখ, নাক যেন ফটোকপি! এই ৩ বলিউড অভিনেত্রীকে দেখতে হুবহু একরকম, আজও গুলিয়ে ফেলেন দর্শকরা

Last Updated:
Parveen Babi, Zeenat Aman And Deepshikha Nagpal: সত্তর থেকে নব্বইয়ের দশক পর্যন্ত বলিউড কাঁপিয়েছেন। ঝড় তুলেছেন আট থেকে আশির হৃদয়ে। কিন্তু মুখের মিলের কারণে গুলিয়ে যেত অনেকের।
advertisement
1/7
চোখ, মুখ, নাক যেন ফটোকপি! এই ৩ বলিউড অভিনেত্রীকে দেখতে হুবহু একরকম !
দেখলে মনে হবে যমজ বোন। নাহলে এমন মিল হয়! চোখ, মুখ, নাক যেন একে অন্যের ফটোকপি। বলিউডের তিন অভিনেত্রীকে দেখে আজও গুলিয়ে যায় অনেকেরই। তাঁরা হলেন পারভিন ববি, জিনাত আমন এবং দীপশিখা নাগপাল।
advertisement
2/7
সত্তর থেকে নব্বইয়ের দশক পর্যন্ত বলিউড কাঁপিয়েছেন। ঝড় তুলেছেন আট থেকে আশির হৃদয়ে। কিন্তু মুখের মিলের কারণে গুলিয়ে যেত অনেকের। শুধু অবিকল একরকম দেখতে তাই নয়, তাঁদের মধ্যে আরও একটা বিষয়ে মিল ছিল।
advertisement
3/7
তিনজনের কেউই জীবনে সত্যিকারের ভালবাসা খুঁজে পাননি। পারভিন ববি ছিলেন সত্যিকারের রূপসী। গুণও ছিল অনেক। তাঁর ফ্যাশন সেন্সের কাছে হার মানতেন হলিউড অভিনেত্রীরাও। বি-টাউনে সেই সময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিকও নেওয়া অভিনেত্রীও ছিলেন তিনিই। তাঁর ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন দর্শকরা।
advertisement
4/7
মাত্র ৫০ বছর বয়সে মৃত্যু হয় পারভিন ববির। জীবনের শেষ কয়েকটা বছর অসহ্য মানসিক যন্ত্রনায় কাটিয়েছেন। কারও সঙ্গেই সম্পর্ক রাখেননি। এমনকী বাড়িতেও ঢুকতে দিতেন না কাউকে। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে আজও।জিনাত আমনকে অবিকল পারভিন ববির মতোই দেখতে। শুধু মুখ নয়, চেহারাতেও অনেক মিল।
advertisement
5/7
দু’জনকে আজও গুলিয়ে ফেলেন অনেকেই। আবার অনেকে মনে করতেন, এঁরা একই মায়ের পেটের বোন বুঝি। জিনাত নিজেও বলতেন এ কথা। পারভিন ববির জন্মদিনে ইনস্টাগ্রামে পুরনো ছবি শেয়ার করে জিনাত লিখেছিলেন, অনেকেই আমাদের বোন মনে করেন। কিন্তু তাঁদের ধারণা ভুল। জিনাতকে দেখে অনেকে পারভিন ববির সঙ্গে গুলিয়ে ফেলতেন বলেও স্বীকার করে নিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘‘আমার ভক্তরাও অনেক সময় এই ভুল করেছেন।’’
advertisement
6/7
পারভিন ববি এবং জিনাত আমান একটা যুগের নাম। তাঁদের অনেক পড়ে বলিউডে পা রাখেন দীপশিখা নাগপাল। দুজনের চেয়ে বয়সে অনেক ছোট। কিন্তু হলে হবে কি দেখতে যে অবিকল পারভিন ববির মতোই। রুপোলি পর্দায় দীপশিখাকে দেখে পারভিন ববি ভেবেই উল্লাসে ফেটে পড়তেন দর্শকরা। তিনজনের জীবনেই প্রেম এসেছে বারবার।
advertisement
7/7
একাধিক সম্পর্কেও জড়িয়েছেন। কিন্তু মনের মানুষ খুঁজে পাননি কেউই। পারভিন আজীবন অবিবাহিত ছিলেন। তাঁর সঙ্গে ড্যানি ডেনজোপ্পা, কিরণ বেদি থেকে মহেশ ভাটের নাম জড়িয়েছে। তবে বিয়ে করেননি কাউকেই। জিনাত আমনের সঙ্গে নাম জড়িয়েছে সঞ্জয় খান, মাজহার খানের। দীপশিখার অবশ্য দুটি বিয়ে। প্রথম বিয়ে ২০০৫ সালে, দ্বিতীয় বিয়ে করেন ২০১৬ সালে। কিন্তু প্রেম থেকে গিয়েছে অধরাই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
চোখ, মুখ, নাক যেন ফটোকপি! এই ৩ বলিউড অভিনেত্রীকে দেখতে হুবহু একরকম, আজও গুলিয়ে ফেলেন দর্শকরা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল