বাড়িতে ৪ মাসের সন্তান, বিপুল টাকা নয়ছয় করে গ্রেফতার বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার স্বপ্না চৌধুরী
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

*হরিয়ানার 'কুইন' স্বপ্না চৌধুরী আবার খবরের শিরোনামে। তবে কোনও গান বা আইটেম নাচের জন্য নয়। এ বার তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, ষড়যন্ত্র এবং আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশ গ্রেফতার করেছে জনপ্রিয় এই গায়িকা, নায়িকা তথা আইটেম ডান্সারকে। ছবি: সংগৃহীত।
advertisement
2/6
*শুধু স্বপ্না চৌধুরী নয়। তাঁর মা নীলম, ভাই করণ এবং ভাইয়ের বউ রচনা এবং তাঁর বোন শিবানির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে একটি সেলিব্রিটি ম্যানেজমেন্ট সংস্থা। ছবি: সংগৃহীত।
advertisement
3/6
*পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংস্থার স্বপ্নার চুক্তি হয়েছিল, তিনি আলাদা করে অর্থাৎ সংস্থার অনুমতি ছাড়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাইরে কোথাও আলাদা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না, সংস্থা তাঁর রূপচর্চা থেকে মেক-ওভার, পার্সোনালিটি ম্যানেজমেন্ট, অনুষ্ঠানের বুকিং...সমস্ত কিছুর ব্যবস্থা করবে। তবে সেই শর্ত ভেঙ্গেছেন গায়িকা। ছবি: সংগৃহীত।
advertisement
4/6
*P&M Movies Pvt. Ltd নামক সেলিব্রিটি ম্যানেজমেন্ট সংস্থার ডিরেক্টর পবন চাওলার অভিযোগ, "স্বপ্না চৌধুরী অনুরোধ করেছিলেন তাঁর মেক-ওভার-সহ সমস্ত কিছুর দায়িত্ব নিতে। আমরা প্রথমে আগ্রহ দেখাইনি। পরে বার বার অনুরোধ করায় আমরা রাজি হই। কিন্তু তিনি আমাদের সংস্থা থেকে সব সুবিধা নিয়ে চুক্তি ভঙ্গ করেছেন। পাশাপাশি, সংস্থার থেকে মোটা টাকা নিয়েছিলেন পরে ফেরত দেবেন বলে, সেই টাকা ফেরত দেননি। তারপরেই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।" ছবি: সংগৃহীত।
advertisement
5/6
*দিল্লি পুলিশের আর্থিক প্রতারণা শাখা ঘটনার তদন্তে নেমে স্বপ্না চৌধুরী-সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। স্বপ্নার বিরুদ্ধে ৪২০, ১২০বি, ৪০৬ ধারায় মামলা রুজু হয়েছে। ছবি: সংগৃহীত।
advertisement
6/6
*প্রসঙ্গত, অক্টোবরেই মা হয়েছেন জনপ্রিয় এই আইটেম ডান্সার এবং হরিয়ানার জনপ্রিয় গায়িকা স্বপ্না চৌধুরী। বছরের শুরুতেই স্বামী বীর সাহুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত সেই বিয়ের কথা গোপন রেখেছিলেন তিনি। সন্তান জন্মের পরে বিতর্ক শুরু হওয়ায় বিয়ের কথা প্রকাশ্যে আনেন তিনি। ছবি: সংগৃহীত।