TRENDING:

Happy Birthday Swara Bhasker: যে ৫ ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন বার্থডে গার্ল স্বরা, মিলিয়ে দেখুন...

Last Updated:
তনু ওয়েডস মনু ছবিতে কঙ্গনা রানাওয়াতের প্রিয় বান্ধবী পায়েল সিংয়ের চরিত্রে নজর কেড়েছিলেন স্বরা। এই ছবির পরই বলিউডে তাঁর কাছে অফারের বন্যা শুরু হয়। নিজের অভিনয় গুণ প্রমাণ করে দিতে সক্ষম হন অভিনেত্রী।
advertisement
1/6
যে ৫ ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন বার্থডে গার্ল স্বরা, মিলিয়ে দেখুন...
শুক্রবার জন্মদিন পালন করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর। গোয়াতে নিজের বন্ধুদের সঙ্গে পার্টিতে মজেছেন তিনি। কেকও কেটেছেন। ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে চোখে জলও এসেছে তাঁর। অভিনয়ে দর্শকের মন জয় করেছেন স্বরা, নানা বিতর্কেও নাম জড়িয়েছে অভিনেত্রীর। কখনও ট্রোলদের উচিত জবাব তো কখনও নিজের মনের কথা শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ৯ এপ্রিল ৩৩ বছরে পা দিলেন অভিনেত্রী। বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের জোরে দর্শকের মন কেড়েছেন তিনি। এক ঝলকে দেখুন তাঁক পাঁচটি সেরা পারফরম্যান্স।
advertisement
2/6
তনু ওয়েডস মনু ছবিতে কঙ্গনা রানাওয়াতের প্রিয় বান্ধবী পায়েল সিংয়ের চরিত্রে নজর কেড়েছিলেন স্বরা। এই ছবির পরই বলিউডে তাঁর কাছে অফারের বন্যা শুরু হয়। নিজের অভিনয় গুণ প্রমাণ করে দিতে সক্ষম হন অভিনেত্রী।
advertisement
3/6
রাঞ্ঝনাতে বিন্দিয়া চরিত্রেও স্বরার অভিনয় সাবলীল। ধনুশ অর্থাৎ মহম্মদ জিশান আয়ুবের অনস্ক্রিন বোনের চরিত্রে অভিনয় করেছিলেন স্বরা। ছোট গ্রামের এক মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। স্ক্রিনে খুব বেশি না থাকলেও, অল্প সময়েই নিজের অভিনয়ে মাত করেছিলেন অভিনেত্রী।
advertisement
4/6
নীল বাট্টে সান্নাটা ছবিতে চন্দা সাহায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন স্বরা ভাস্কর। বক্স অফিসে খুব বেশি বাজিমাত না করলেও একজন মায়ের চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন তিনি। নিজের মেয়েকে পড়াশোনায় উদ্বুদ্ধ করা এক মায়ের চরিত্রে ছবিটি একা টেনেছেন স্বরা।
advertisement
5/6
আনারকলি অফ আরা ছবিতেও আনারকলির চরিত্রে কাজ করেছেন স্বরা। সেখানে একেবারে ছকভাঙা চরিত্রে কাজ করেছেন তিনি। মোহময়ী লোকনৃত্যে মাত করেছেন অভিনেত্রী, যা ছিল তাঁর কাছে একেবারেই নতুন একটি দিক।
advertisement
6/6
করিনা কাপুর খানের সঙ্গে ভীরে দি ওয়েডিংয়ে সাক্ষী কাপুরের চরিত্রেও বাজিমাত করেছিলেন স্বরা। তবে এই চরিত্রের জন্য বহু বিতর্কও হয়েছিল। যদিও কোনও বিতর্ককেই পাত্তা দেননি অভিনেত্রী। নিজের মতো করেই তিনি কাটিয়েছেন বাধা এবং নিজের কাজ করে চলেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Happy Birthday Swara Bhasker: যে ৫ ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন বার্থডে গার্ল স্বরা, মিলিয়ে দেখুন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল