TRENDING:

Happy Birthday Sanjay Dutt: সঞ্জয় দত্তের জন্মদিনে সুখবর, মুক্তির অপেক্ষায় অভিনেতার এই ৫ ছবি!

Last Updated:
বৃহস্পতিবার ৬২ বছরের জন্মদিন পালন করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Happy Birthday Sanjay Dutt)।
advertisement
1/6
সঞ্জয় দত্তের জন্মদিনে সুখবর, মুক্তির অপেক্ষায় অভিনেতার এই ৫ ছবি!
বৃহস্পতিবার ৬২ বছরের জন্মদিন পালন করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Happy Birthday Sanjay Dutt)। কয়েক দশক ধরে নিজের অভিনয়, স্টাইল, নাচের জাদুতে দর্শকের মন জয় করে রেখেছেন অভিনেতা। সুনীল দত্তের হাত ধরে ১৯৮১ সালে 'রকি' ছবি দিয়ে বলিউডে যাত্রাপথ শুরু করেছিলেন সঞ্জয়। এর পর তাঁর ঝুলিতে এসেছে অসংখ্য হিট ছবি। খলনায়ক, নাম, বাস্তব, মিশন কাশ্মীর, অগ্নিপথ, মুন্নাভাই এমবিবিএস-এর মতো ছবিতে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গত বছর আচমকাই অসুস্থ হয়ে কাজে বিরতি নিয়েছিলেন কিছুদিন। ফিরে এসে অবশ্য কাজের শেষ নেই তাঁর। এক ঝলকে দেখে নিন, 'সঞ্জু বাবা'র কোন ৫টি ছবি মুক্তির অপেক্ষা করছে।
advertisement
2/6
ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া-- ভূজ ইন্ডিয়া এয়ারবেসকে নতুন করে গড়ার কাহিনি রয়েছে ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় কার্নিকের এই ছবিতে। বিজয়ের ভূমিকায় ছবিতে রয়েছেন অজয় দেবগণ। ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এই এয়ারবেস ধ্বংস হয়ে গিয়েছিল। মাত্র তিনদিনে ৩০০ জন মহিলার সহযোগিতায় এই এয়ারবেস পুনরায় নির্মাণ করেছিলেন বিজয় কার্নিক। এই ছবিতে ভারতীয় সেনার অফিসার রাঞ্চোরদাস পাগির ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ১৩ অগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।
advertisement
3/6
কে.জি.এফ: চ্যাপ্টার ২-- কন্নড়ের সুপারহিট ছবি কে.জি.এফ: চ্যাপ্টার ১-এর বহু প্রতীক্ষিত দ্বিতীয় পার্টের ছবি কে.জি.এফ: চ্যাপ্টার ২। পরিচালক প্রশান্ত নীল। ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।
advertisement
4/6
পৃথ্বীরাজ-- পৃথ্বীরাজ চৌহানের জীবন নিয়ে ঐতিহাসিক ড্রামা তৈরি করছেন পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। পৃথ্বীরাজের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। চৌহানের কাকা কানহার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্তকে। ৫ নভেম্বর বড় পর্দায় মুক্তির কথা রয়েছে ছবিটির।
advertisement
5/6
শামশেরা-- অগ্নিপথের পরিচালক করণ মালহোত্রার সঙ্গে ফের একবার শামশেরাতে কাজ করছেন সঞ্জয় দত্ত। এটিও একটি পিরিয়ড ড্রামা। ভিলেনের চরিত্রে দেখা যাবে সঞ্জয়কে। ছবিতে রয়েছেন রণবীর কাপুর ও বাণী কাপুরও।
advertisement
6/6
তুলসীদাস জুনিয়র-- স্নুকারের কোচের ভূমিকায় এই ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্তকে। ছবির পরিচালক মৃদুল তুলসীদাস। ছবির প্রযোজক আশুতোষ গোয়াড়েকর। এটি একটি স্পোর্টস ড্রামা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Happy Birthday Sanjay Dutt: সঞ্জয় দত্তের জন্মদিনে সুখবর, মুক্তির অপেক্ষায় অভিনেতার এই ৫ ছবি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল