Happy Birthday Nawazuddin Siddiqui: রিয়াল লাইফ চরিত্রে নওয়াজউদ্দিনের ৫ সেরার সেরা অভিনয়, আপনার প্রিয়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বলিউডের অন্যতম সেরা অভিনেতার তকমা পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। দীর্ঘ বছর ধরে এমন এমন ছবিতে তিনি কাজ করেছেন যেখানে অত্যন্ত ছোট রোলে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।
advertisement
1/6

বলিউডের অন্যতম সেরা অভিনেতার তকমা পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। দীর্ঘ বছর ধরে এমন এমন ছবিতে তিনি কাজ করেছেন যেখানে অত্যন্ত ছোট রোলে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু কোনও দিনই হাল ছেড়ে দেননি তিনি। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন অবশ্যই নওয়াজউদ্দিন সিদ্দিকি। দেশের বাইরেও তাঁর প্রচুর অনুরাগী। কমেডি থেকে ভিলেন-- সব ধরনের চরিত্রে সাবলীল অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। তাছাড়া রিয়াল লাইফ চরিত্রেও দারুণ সব কাজ করেছেন অভিনেতা। আজ, ১৯ মে তিনি ৪৭ বছরে পা দিলেন। অভিনেতার জন্মদিনে তাঁর সেরা ৫ চরিত্র। দেখে নিন আপনার কোনটা প্রিয়।
advertisement
2/6
পরিচালক সঞ্জয় রাউতের 'ঠাকরে' ছবিটি তৈরি হয়েছিল বালাসাহেব ঠাকরের জীবনের উপর। সেখানে বালাসাহেবের চরিত্রেই অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন। বড় পর্দায় এমন একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র উপস্থাপন করে নজর কেড়েছিলেন অভিনেতা। তাঁর ডায়লগ বলার ধরনে মুগ্ধ হয়েছিলেন দর্শক।
advertisement
3/6
সাদাত হাসান মান্টোর চরিত্রেও এককথায় অনবদ্য অভিনয় করেছিলেন নওয়াজ। নন্দিতা দাসের বিখ্যাত ছবি 'মান্টো'-তে জনপ্রিয় লেখক সাদাত হাসান মান্টোর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের যন্ত্রনা এবং অসাধারণ এক লেখকের জীবনী বড়পর্দায় ফুটিয়ে তুলেছিলেন নওয়াজ।
advertisement
4/6
কেতন মেহতার 'মানঝি-দ্য মাউন্টেন ম্যান' ছবিতে মানঝির চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। অত্যন্ত কঠিন এই চরিত্রকে নিজের অভিনয় গুণে ফুটিয়ে তুলেছিলেন তিনি। একজন কঠোর পরিশ্রমী শ্রমিকের চরিত্রে দারুণ কাজ করেছিলেন নওয়াজ।
advertisement
5/6
বজরঙ্গি ভাইজান ছবিতে সাংবাদিক চান্দ নওয়াবের চরিত্রকেও দারুণ ফুটিয়ে তুলেছিলেন নওয়াজউদ্দিন। পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে নওয়াজের এই কাজ এখনও দর্শকের মনে পাকা জায়গা করে রেখেছে।
advertisement
6/6
রীতেশ বাতরার বিখ্যাত ছবি 'দ্য লাঞ্চবক্স'-এ ইরফান পাঠানের অসাধারণ অভিনয়ের পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকিও শেখ-এর চরিত্রে অসাধারণ কাজ করেছিলেন।