Happy BDay Tabu| ৫০-এ পা, এখনও একই রকম জ্বলওয়া টাবুর! ফিরে দেখা অভিনেত্রীর সেরা ৫ চরিত্র!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
য়স যত বাড়ছে, ততই বেড়ে চলেছে তাঁর বলিউডের নানা ছবিতে নানা চরিত্রে তুখোড় অভিনয়!
advertisement
1/8

বিশ্বাস করতে ইচ্ছেই করে না যে বলিউডের এই অনবদ্য সুন্দরী পৌঁছে গিয়েছেন ৫০-এর ঘরে! বয়স হয়ে এলে যে নায়িকাদের সরে আসতে হয় লাইট, সাউন্ড আর অ্যাকশনের জগৎ থেকে, সে কথা বলিউডের অনেক প্রতিভাবান নায়িকাদের ক্ষেত্রেই নির্মম ভাবে সত্যি হয়ে দেখা দিয়েছে! মাধুরী দীক্ষিত, জুহি চাওলা এঁদের কথাই ধরা যাক না কেন! আজকাল আর তেমন ভাবে রুপোলি পর্দায় দেখা দেন না তাঁরা৷
advertisement
2/8
কিন্তু টাবুর ব্যাপার এঁদের সবার চেয়ে আলাদা! অভিনয় জোরে তিনি এখনও সমানভাবে লাইমলাইটে। তাই বয়স যত বাড়ছে, ততই বেড়ে চলেছে তাঁর বলিউডের নানা ছবিতে নানা চরিত্রে তুখোড় অভিনয়! আজ জন্মদিনে টাবু অভিনীত তেমনই কিছু চরিত্রের দিকে ফিরে তাকানো যাক, যা নায়িকা নয়, বরং সুবিচার করেছে তাঁর অভিনেত্রী সত্ত্বার প্রতি!
advertisement
3/8
কিন্তু টাবুর ব্যাপার এঁদের সবার চেয়ে আলাদা! অভিনয় জোরে তিনি এখনও সমানভাবে লাইমলাইটে। তাই বয়স যত বাড়ছে, ততই বেড়ে চলেছে তাঁর বলিউডের নানা ছবিতে নানা চরিত্রে তুখোড় অভিনয়! আজ জন্মদিনে টাবু অভিনীত তেমনই কিছু চরিত্রের দিকে ফিরে তাকানো যাক, যা নায়িকা নয়, বরং সুবিচার করেছে তাঁর অভিনেত্রী সত্ত্বার প্রতি!
advertisement
4/8
১. সঈদা বাঈ বিক্রম শেঠের উপন্যাস অবলম্বনে মীরা নায়ারের পরিচালনায় দ্য স্যুটেবল বয় এর মধ্যেই বেশ হইচই ফেলে দিয়েছে। তবে আলাদা করে আলোড়ন উঠেছে টাবু অভিনীত এই বারাঙ্গনা চরিত্রটির জন্য। এই চরিত্রে টাবুর বডি ল্যাঙ্গুয়েজ বিস্ময়বিহ্বল করে রাখে দর্শককে।
advertisement
5/8
২. আনায়া এ রকম একটা অপবাদ আছে যে নায়িকারা চট করে মায়ের ভূমিকায় অভিনয় করতে চান না! জওয়ানি জানেমন ছবিতে ২১ বছরের মেয়ের মায়েক ভূমিকায় টাবুকে দেখুন, সব গুজবের উত্তর তিনি দিয়ে রেখেছেন সাবলীল ভাবে!
advertisement
6/8
৩. সিমি অন্ধাধুন ছবিতে টাবু-অভিনীত এই চরিত্রটি আদ্যন্ত অন্ধকারে মোড়া! ছবিটার প্রচারে হইচই হয়েছিল আয়ুষ্মান খুরানাকে নিয়ে। কিন্তু যাঁরা ছবিটা দেখেছেন, তাঁরা জানেন যে চিত্রনাট্যের প্রতিটি ঘটনাকে নিয়ন্ত্রণ করেছেন টাবুই! এ রকম হাড়-হিম করা থ্রিলার বলিউড বড় একটা পায়নি!
advertisement
7/8
৪. মঞ্জু টাবু বললেই কোথাও একটা অজয় দেবগণের নামও চলে আসে। সে কি সংবাদমাধ্যমের তৈরি গুজবের জন্য? তবে তাঁদের জুটির দারুণ হিট ছবি রয়েছে৷ সম্প্রতি, দে দে পেয়ার দে ছবিতে অজয়ের প্রাক্তন স্ত্রীর চরিত্রে টাবুর অসামান্য অভিনয়ের কথা জানেন সবাই। আধুনিক সময়ের দাবি মেনে টাবু রূপ দিয়েছেন চরিত্রটিকে।
advertisement
8/8
৫. বেগম হজরত জান মহল চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন উপন্যাসের মিস হ্যাভিশ্যাম চরিত্রে ধরা দিয়েছিলেন টাবু। ভারতীয় সংস্করণে ছবির নাম হয়েছিল ফিতুর। প্রথমে এই চরিত্রে রেখা কিছু দিন শ্যুটিং করেও সরে আসেন। তার পর পরিচালকের সমস্যা সামাল দেন টাবু, সঙ্গে চরিত্রটিকেও। দর্শকের এক্সপেকটেশন যে মিটিয়ে দিয়েছিলেন তিনি, তা আর না বললেও চলে!