TRENDING:

Bollywood Gossip: কেউ চা বিক্রি করতেন, কেউ ছিলেন কন্ডাক্টর! অভিনয়ের আগে কীভাবে কাটত এঁদের জীবন? জানলে চোখে জল আসবে

Last Updated:
Bollywood Gossip: অক্ষয় কুমার থেকে বোমান ইরানি বা আরশাদ ওয়ারসি, বলিউডে এই অভিনেতাদের কোনও গডফাদার ছিল না বলেই ধরে নেওয়া হয়। কেরিয়ারের একেবারে প্রথমদিকে চরম স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করতে পেরেছেন।
advertisement
1/7
কেউ চা বিক্রি করতেন, কেউ ছিলেন কন্ডাক্টর! অভিনয়ের আগে কীভাবে কাটত এঁদের জীবন?
*অক্ষয় কুমার থেকে বোমান ইরানি বা আরশাদ ওয়ারসি, বলিউডে এই অভিনেতাদের কোনও গডফাদার ছিল না বলেই ধরে নেওয়া হয়। কেরিয়ারের একেবারে প্রথমদিকে চরম স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করতে পেরেছেন। এদের মধ্যে অনেকেই একসময় সেলসম্যানের কাজও করেছেন রোজগারের জন্য। তালিকায় যে নামগুলি রয়েছে, দেখে চমকে উঠতে পারেন...
advertisement
2/7
*অক্ষয় কুমার: অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তবে অভিনয় জীবন শুরুর আগে তিনি একেবারে ছোটখাটো কিছু কাজ করতেন। কেরিয়ারের শুরুতে গয়নার দোকানে কাজ করতেন অক্ষয় কুমার। এরপর একটি হোটেলে খাবার পরিবেশনের কাজও করতেন।
advertisement
3/7
*আরশাদ ওয়ারসি: আরশাদ ওয়ারসি বিভিন্ন সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করেন। তাঁর জনপ্রিয়তা অনেক। মুন্না ভাইয়ের সার্কিট থেকে শুরু করে জলি এলএলবি, তাঁকে প্রচুর জনপ্রিয়তা এনে দিয়েছে। তবে তিনিও একসময় সেলসম্যান হিসেবে লোকের দরজায় দরজায় ঘুরে প্রসাধনী বিক্রি করেছেন, সংসার চালানোর জন্য।
advertisement
4/7
*বোমান ইরানি: বোমান ইরানির ছোটবেলা কেটেছে খুবই কষ্টে। তিনি মায়ের সঙ্গে একটি বেকারি দোকানে চা এবং কেক বিক্রি করতেন। এরপর মুম্বইয়ের এক জনপ্রিয় ফটোগ্রাফারের কাছে কাজ করতেন। ছবি তুলে উপার্জন করতেন। তারপর তিনি অভিনয় দুনিয়ায় পা রাখেন। এরপরে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি, নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা কোড়ে নেন।
advertisement
5/7
*রাকেশ ওম প্রকাশ মেহেরা: বর্তমানে ইনি বলিউডের প্রখ্যাত পরিচালক। 'রং দে বসন্তি', 'ভাগ মিলখা ভাগ'-সহ একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। তবে সিনেমার জগতে আসার আগে তিনি চা বিক্রি করতেন। ভ্যাকিউম ক্লিনারের সংস্থায় কাজ করেছেন রোজগারের জন্য।
advertisement
6/7
*রজনীকান্ত: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছোটবেলা বেশ কষ্টের। অভিনয় জগতে পা রাখার আগে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। তারপর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বর্তমানে সিনেমার দুনিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপকদের মধ্যে একজন তিনি।
advertisement
7/7
*অজিত কুমার: তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার অজিত কুমারও রয়েছেন এই তালিকায়। তিনি অভিনয়ে আসার আগে জামাকাপড় বিক্রি করতেন। তার বন্ধুর কাপড়ের ব্যবসা ছিল। তিনি সেই ব্যবসায় সেলসের কাজ দেখতেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: কেউ চা বিক্রি করতেন, কেউ ছিলেন কন্ডাক্টর! অভিনয়ের আগে কীভাবে কাটত এঁদের জীবন? জানলে চোখে জল আসবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল