Bollywood Gossip: ওঁদের বিয়েটা ‘Normal’ নয়, করিশ্মার সঙ্গে সুঞ্জয়ের বিয়ে নিয়ে যা বললেন তাঁর বিধবা স্ত্রী
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Bollywood Gossip: করিশ্মা কাপুরের সঙ্গে নিজের স্বামীর বিবাহ প্রসঙ্গে এ কী বলে দিয়েছিলেন সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব… মুহূর্তের মধ্যে ভাইরাল হল সেই সাক্ষাৎকার
advertisement
1/5

:চলতি মাসের গোড়ার দিকেই প্রয়াত হয়েছেন শিল্পপতি তথা অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। ইংল্যান্ডের উইন্ডসরের গার্ডস পোলো ক্লাবের একটি পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন তিনি। এরই মাঝে সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবের একটি পুরনো সাক্ষাৎকার আবারও ছড়িয়ে পড়েছে। সেই সাক্ষাৎকারে উঠে এসেছিল তাঁদের জীবনের নানা অধ্যায়ের কথা। কীভাবে সঞ্জয়ের সঙ্গে আলাপ, কীভাবে সঞ্জয়ের আগের পক্ষের সন্তানদের জন্য তাঁরা একটা পরিবার হয়ে উঠেছিলেন - এই সমস্ত বিষয়েই কথা বলেছেন প্রিয়া। এমনকী এ-ও দাবি করেছিলেন যে, করিশ্মা কাপুরের সঙ্গে ‘প্রচলিত’ বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন না সঞ্জয়।
advertisement
2/5
স্ক্রিন-এ উল্লেখ করা হয়েছে প্রিয়ার সাক্ষাৎকার। করিশ্মা কাপুরের সঙ্গে সঞ্জয়ের বিবাহ প্রসঙ্গে আলোকপাত করেছিলেন তিনি। প্রিয়া বলেছিলেন যে, “সঞ্জয়ের আগের বিয়েটা ‘প্রচলিত’ বিয়ে ছিল না। সেই বিয়ে থেকে তাঁদের দু’টি ফুটফুটে সন্তান রয়েছে। আমরা দু’জনেই ওদেরকে খুব ভালবাসি আর আজ আমরা সুন্দর এক পরিবারে পরিণত হয়েছি।”
advertisement
3/5
২০০২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুর। এরপর সেই তারকা-দম্পতির জীবনে আসে দুই সন্তান। তবে ২০১৬ সালে সঞ্জয়-করিশ্মার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। গুরুতর কাদা ছোড়াছুড়ির কারণে সেই বিবাহবিচ্ছেদ সংবাদ শিরোনামে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। একদিকে সঞ্জয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন করিশ্মা। অন্যদিকে সঞ্জয় আবার অভিযোগ করেছিলেন যে, করিশ্মা তাঁকে শুধুমাত্র টাকার জন্যই বিয়ে করেছিলেন।
advertisement
4/5
এমনিতে করিশ্মার বাবা তথা বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর এ বিয়ে মানতে চাননি। তিনি বরাবরই এ নিয়ে সরব হয়েছেন। ২০১৬ সালে হিন্দুস্তান টাইমস-এর এক সাক্ষাৎকারে সঞ্জয়ের বিরুদ্ধে তোপ দেগে রণধীর বলেছিলেন যে, “সঞ্জয় একজন থার্ড-ক্লাস মানুষ... আর প্রত্যেকেই আমাদেরকে চেনেন। আমরা হলাম কাপুর পরিবার। আমাদের কারও টাকা-পয়সার পিছনে দৌড়তে হয় না। আমাদের উপর শুধু আর্থিক আশীর্বাদই নেই, এর পাশাপাশি আমাদের প্রতিভাও আমাদের সারা জীবন সঙ্গ দেয়... আমি কখনওই চাইনি, করিশ্মা ওঁকে বিয়ে করুক। উনি কীরকম মানুষ, সেটা গোটা দিল্লিই জানে। এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না।”
advertisement
5/5
বিবাহবিচ্ছেদের পরে অবশ্য কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি করিশ্মা কিংবা কারও সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়াননি তিনি। ২০২২ সালে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটি AMA সেশন করেছিলেন করিশ্মা। আর কখনও বিয়ে করবেন কি না, এই প্রশ্নের জবাবে অভিনেত্রী একটি বিভ্রান্ত Quinta Brunson-এর একটি GIF শেয়ার করেছিলেন। তাতে লিখেছেন, “নির্ভর করছে।” এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন করিশ্মা। তবে সেই সময় অভিনেত্রীর মন্তব্য সকলের নজর কেড়ে নিয়েছিল।