TRENDING:

Bollywood Gossip: ৬বার বিয়ে ভেঙেছে, ৭ নম্বর বিয়ে সুপারহিট, সতীন-সতীন সন্তানদের সঙ্গে নিয়ে আজ সুখে ঘর করেন এই অভিনেত্রী

Last Updated:
Bollywood Gossip: একবার, দুবার নয় ছয়বার বিয়ে ভাঙতেও দমেননি, করেছেন সপ্তম বিয়ে, আজ সেই বিয়েই সুপারহিট
advertisement
1/8
৬ টা ফ্লপ বিয়ের পর সতীন ও তাঁর সন্তানদের নিয়ে সপ্তম বিয়েতে সুখে ঘর অভিনেত্রীর
: বলিউড শব্দটা বলতেই একসঙ্গে অনেক কিছু সামনে চলে আসে৷ মায়ানগরী, স্বপ্ন সুন্দরীদের আনাগোনা৷ আর এর চেয়েও বেশি যেটা সকলকেই আলোড়িত করে সেটা হল বলিউডের গসিপ৷ চলচ্চিত্র জগতের মানুষদের বাস্তব জীবনের ক্ষেত্রে অনেক সময় অনেক ঝামেলা হয়৷ আজ আপনাদের বি টাউনের এক অন্য গসিপ জানাব৷  আপনি কি জানেন এমন একজন বলিউড অভিনেত্রী আছেন, যিনি আজ ফিল্ম জগত থেকে দূরে থাকলেও আজও তাঁর সিনেমার ক্লিপ দেখতে পেলে হলচল মেচে যায়৷  এক-দুইবার নয়, ছয়-ছয়বার ভেঙেছেন এই অভিনেত্রীর বিয়ে। তারপরেও থামেননি সপ্তমবারের বিয়েতে সুখে ঘরকন্না করছেন৷ সঙ্গে রয়েছেন তাঁর সতীন ও সতীনের ছেলে মেয়েরাও৷ 
advertisement
2/8
একজন অভিনেতাদের ছবিতে সাইন করার আগে খুব বেছে বেছে ছবি বাছেন, তাঁরা বাস্তব জীবনে কতটা অ্যাডজাস্ট করেন? এর জীবন্ত উদাহরণ হলেন 'রাম-লখন' ছবিতে হিল্লোল ফেলে দেওয়া এই অভিনেত্রী। কে এই অভিনেত্রী, যিনি আজ তাঁর বন্ধুর মতো স্বামী এবং সৎ সন্তান নিয়ে একই বাড়িতে সুখে বসবাস করছেন। @officialsonikagill/Instagram
advertisement
3/8
সোনিকা গিল  -'রাম-লখন', 'তু মাগিন ম্যায় সাপেরা', 'কৌন করে কুরবানি', 'ম্যায় অর তুম', 'কাচ্চি কালি'-এর মতো অনেক ছবিতে অভিনয় করেছেন। 'রাম-লখন' ছবিতে ভিভিয়া চরিত্রে অভিনয় করা তোলপাড় তোলা সোনিকার জীবন সম্পর্কে খুব কম মানুষই জানেন। কীভাবে তাঁর বলিউডে আসা, তাঁর পরিবার কী?  হঠাৎ চলচ্চিত্রে কাজ বন্ধ করে দিলেন কেন? সুভাষ ঘাই কি সত্যিই তাকে বকাঝকা করেছিলেন এবং তাঁদের বিয়ের সত্যতা কী? দীর্ঘ সময় পরে নীরবতা ভেঙে সত্যটা প্রকাশ করলেন অভিনেত্রী। @Imdb
advertisement
4/8
সোনিকা গিল দিল্লির বাসিন্দা। দিল্লির একটি সরকারি স্কুলে লেখাপড়া করতেন। ছোটবেলা থেকেই স্টেজ পারফরমেন্স করতেন। লায়লা ছবির কাস্টিংয়ের সময় সাওয়ান কুমার একবার দিল্লিতে এসেছিলেন, তারপরে তাঁর চোখ পড়ে সোনিকা গিলের উপর, তারপর তিনি অডিশন নিয়েছিলেন, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি তাকে তাঁর ছবিতে কাস্ট করতে পারেননি। এরপরই তিনি মুম্বইয়ে যান এবং সেখানে শুরু হয় লড়াই। তিনি বলেন, তখনকার দিনে শুধু চেহারা দেখে নায়িকা হওয়া যায় না। সুদর্শন হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীকে নাচ এবং অভিনয়ের মতো শিল্পেও পারদর্শী হতে হত। @officialsonikagill/Instagram
advertisement
5/8
অভিনেত্রী বলেন, ‘‘আমি যখন খুব ছোট, তখন আমার বাবা আমার মাকে ছেড়ে লন্ডনে চলে যান। এ অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই মাকে কাজ করতে দেখেছি। তাই আমার মনে শুধু ছিল যে আমাকে আমার মায়ের জন্য কিছু করতে হবে এবং আমার বাবাকে কিছু করে দেখাতে হবে।’’ তিনি এও জানান তাই তিনি  বাবার নয়, মায়ের নাম ব্যবহার করেন। @officialsonikagill/Instagram
advertisement
6/8
সুভাষ ঘাইয়ের ছবি পাওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘‘আমি যখন তাঁর সঙ্গে দেখা করি তখন আমি জানতাম না যে আমি সুভাষ ঘাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এরপর তিনি  বলেন, ৫ দিন পর তার বাড়িতে দেখা করতে যাই।’’ অভিনেত্রী জানান, এই কথা শুনে তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে ৫ দিনকে ৫ মাসের মতো মনে হত। অভিনেত্রী আরও জানান, ৫ দিন পর তিনি সুভাষ ঘাইয়ের বাড়িতে যান এবং ওই দিন তিনি আমার সঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন।@officialsonikagill/Instagram
advertisement
7/8
নিজের বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন সোনিকা গিল। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বিয়ে ভেঙেছে ৬ বার। ৬ বার বিয়ে ঠিক করা হলেও কোনও না কোনও কারণে তা ভেঙে যায়। তিনি বলেন, কোনও পণ্ডিত বলেছেন যে আমি শুভ। ৬ বার বিয়ে ভেঙেছে, বাড়িতে পুজো রাখা হয়েছিল এবং তারপর  সপ্তমবার তিনি মিতেশ রুগানির সঙ্গে বিয়ে করেছিলেন যা সাফল্য এনেছে তাঁর দাম্পত্য জীবনে৷ তিনি একজন প্রযোজক এবং ব্যবসায়ী। আরও বলেন, ‘‘আমি ভেবেছিলাম যে আমি বিয়ে করব না কারণ আমি কিছু বিষয়ে পছন্দ করি। আমি বিশ্বাস করিনি, তবে মায়ের মৃত্যুর এক বছর পরে এই বিয়ে হয়েছিল।’’  @officialsonikagill/Instagram
advertisement
8/8
আজ সোনিকা গিল চার কন্যার মা, তাঁরা তাঁর হৃদয়ের খুব কাছের। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন,  ‘‘আমারও দুটি ছেলে রয়েছে, বড়টির বয়স ২২, আর ছোটটির বয়স ১৪। অভিনেত্রী বলেছিলেন তাঁর ছেলেরা মিতেশের প্রথম স্ত্রী এবং আজ আমরা সবাই একই বাড়িতে একসঙ্গে থাকি।’’@officialsonikagill/Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: ৬বার বিয়ে ভেঙেছে, ৭ নম্বর বিয়ে সুপারহিট, সতীন-সতীন সন্তানদের সঙ্গে নিয়ে আজ সুখে ঘর করেন এই অভিনেত্রী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল