Bollywood Gossip: তাঁর ছেলের নামে সিঁথিতে সিঁদুর পরতেন নায়িকা, ‘ ও সকলকে বোঝায় ওকে যে কেউ পেতে পারে! ও একটা ডাইনি’-মারাত্মক অভিনয় নার্গিসের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: রেখা নাকি সব পুরুষকেই ইঙ্গিত দিতেন চাইলেই তাঁকে পাওয়া যায়
advertisement
1/11

: রেখাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতার জীবন যুক্ত হয়েছে৷ আর যখনই কারোর সঙ্গে যুক্ত হয়েছেন তখনই সেই পুরুষদের পরিবারের পক্ষ থেকে তীব্র বাধা এসেছে৷ তা সে অমিতাভ বচ্চন হোক বা অক্ষয় কুমার কিম্বা সঞ্জয় দত্ত সকলেই কোনও না কোনও সময় রেখার সঙ্গে জড়িয়েছেন৷ Photo- File
advertisement
2/11
তাঁর প্রতিটা রিলেশনশিপই নানাভাবে সব খারাপ হেডলাইনই ছিনিয়ে নিয়েছিলেন৷ একবার সঞ্জয় দত্তের মা নার্গিস রেখার বিরুদ্ধে ভয়ানক তোপ দেগেছিলেন৷ তাঁর বিরুদ্ধে মারাত্মক শব্দ প্রয়োগ করেছিলেন রাজ কাপুরের অভিনেত্রী৷ Photo- File
advertisement
3/11
বলিউডে তাঁর তকমা ডিভা-র, তিনি রেখা৷ বছরের পর বছর ধরে সিনেমা জগতে রাজত্ব করেছেন এবং তাঁকে কিংবদন্তীও বলা হয়৷ একদিকে, শোবিজে তাঁর রঙিন কেরিয়ার ছিল, অন্যদিকে, অর্থাৎ, তাঁর ব্যক্তিগত জীবনেও তাঁকে ঘিরে আলোচনা চলতই৷ Photo- File
advertisement
4/11
সঞ্জয় এবং রেখার সম্পর্কের গুজব ছিল এবং কেউ কেউ দাবি করেছিলেন যে এই জুটি একটি গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। অক্ষয় কুমার থেকে শত্রুঘ্ন সিনহা, উমরাও জানে অভিনেত্রীর নাম সবার সঙ্গেই যুক্ত হয়েছেন। ১৯৮০ সালে ঋষি কাপুর এবং নীতু সিংয়ের বিয়েতে রেখা সিঁথিতে সিঁদুর দিয়ে এসেছিলেন যা দেখে সকলেই চমকে গিয়েছিল৷ যেহেতু হিন্দু মহিলারা বিয়ের পরেই সিঁথিতে সিঁদুর পরেন আর সে সময় রেখার কারোর সঙ্গে বিয়ে ছিল না৷ Photo- File
advertisement
5/11
কয়েক বছর পরে, ১৯৮৪ সালে, খুবসুরত অভিনেত্রী সঞ্জয় দত্তের সঙ্গে জমিন-আসমান ছবিতে অভিনয় করছিলেন৷ সিনেমার শ্যুটিং শুরুর পর থেকেই তাঁদের ঘনিষ্ঠতার গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। ইয়াসির উসমানের রেখা: দ্য আনটোল্ড স্টোরি জীবনীতেও এই ঘটনার উল্লেখ করা হয়েছে। উসমান উল্লেখ করেছেন যে কিছু ট্যাবলয়েড দাবি করেছিল যে রেখা এবং সঞ্জয় দত্তের বিয়ে হয়েছিল এবং সিলসিলা অভিনেত্রী সেই সময় সঞ্জয় দত্তের নামে সিঁদুর পরতেন। Photo- File
advertisement
6/11
উসমান আরও জানিয়েছেন যে পরিস্থিতি পুরোটাই আয়ত্তের বাইরে চলে গিয়েছিল যে সঞ্জয় দত্তকে একটি ম্যাগাজিনে বিয়ের বিষয়টি অস্বীকার করতে হয়েছিল, যা অফিসিয়াল ছিল সঞ্জয় দত্তের পক্ষ থেকে। Photo- File
advertisement
7/11
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে সুনীল দত্ত অভিনেত্রীকে তাঁর ছেলে থেকে দূরে থাকতে বলেছিলেন। দুই অভিনেতাই ধারাবাহিকভাবে রোমান্সের গুজব অস্বীকার করেছেন। Photo- File
advertisement
8/11
১৯৭৬ এ যখন সঞ্জয় এবং রেখা সম্ভবত একে অপরের সঙ্গে দেখাও করেননি, নার্গিস সম্পর্কে ভয়ানক বিবৃতি দিয়েছিলেন। মাদার ইন্ডিয়া অভিনেত্রী বলেন, রেখা পুরুষদের ভাবতে বাধ্য করেছিলেন যে তিনি সহজেই উপলব্ধ। দত্ত যোগ করেছেন, "কিছু লোকের চোখে তিনি ডাইনির চেয়ে কম কিছু নয়।" Photo- File
advertisement
9/11
সঞ্জয়ের মা জানিয়েছিলেন কীভাবে রেখা সমস্যা তৈরি করেছিলেন সেটা বুঝিয়েছিলেন৷ তিনি জানিয়েছিলেন যে উমরাও জানে অভিনয় করা শক্তিশালী অভিনেত্রী হারিয়ে গেছেন এবং তাঁকে ঠিক পথে আনার জন্যে একজন শক্তিশালী কারোর প্রয়োজন। Photo- File
advertisement
10/11
এদিকে নার্গিস যখন তাঁকে পুরুষদের জন্য সহজলভ্য বলেছিলেন ঠিক তখনও তিনি জানতেন না যে তাঁর ছেলেরই সঙ্গে সম্পর্কে জড়াবেন রেখা৷ কারণ নার্গিস ১৯৮১ সালে মারা যান, লিঙ্কআপের গুজব বের হওয়ার কয়েক বছর আগে। Photo- File
advertisement
11/11
রেখা ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন, কিন্তু তাঁদের বিয়ের কয়েক মাস পরে তিনি আত্মহত্যা করেন। মুকেশের রেখে যাওয়া সুইসাইড নোটে তিনি তার জীবন শেষ করার সিদ্ধান্তের জন্য কাউকে দোষ দেননি। Photo- File