TRENDING:

Bollywood Gossip: 'তোমার মুখটা দেখলে মনে হয় একেবারে...', 'আশিকি' নায়িকা অনুকে রেখা এমন কথা বলেছিলেন? কেউ বিশ্বাসই করতে পারে না!

Last Updated:
Bollywood Gossip: রেখার নজরে পড়েছিল 'আশিকি' খ্যাত অনু আগরওয়ালের রূপ। অনুর রূপে মুগ্ধ হয়ে রেখা যা বলেছিলেন তা ভাবতেও পারবেন না।
advertisement
1/10
'তোমার মুখটা দেখলে মনে হয় একেবারে...', 'আশিকি' নায়িকা অনুকে রেখা কী বলেছিলেন জানেন?
বলিউডের চিরন্তন সুন্দরী রেখা। তাঁর গ্ল্যামার, রূপ ও সাজের জাদুতে আজও কাবু কোটি কোটি হৃদয়। দশকের পর দশক ধরে রেখার রূপের দিওয়ানা আট থেকে আশি।
advertisement
2/10
আর সেই রেখার নজরে পড়েছিল 'আশিকি' খ্যাত অনু আগরওয়ালের রূপ। অনুর রূপে মুগ্ধ হয়ে রেখা যা বলেছিলেন তা ভাবতেও পারবেন না।
advertisement
3/10
১৯৯০ সালে আশিকি ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অনু। রাহুল রায়ের সঙ্গে সেই ছবিতে অভিষেকের পরই নজর কেড়েছিলেন সুন্দরী নায়িকা।
advertisement
4/10
ছবি মুক্তির পর অনুর রূপের জাদুতে মুগ্ধ হয়েছিলেন দর্শক। সিনেমা, গানের পাশাপাশি আলাদা করে নজর কেড়েছিলেন অনু।
advertisement
5/10
সেই সময় রেখাও অনুর রূপের প্রশংসা করতে বিরত থাকেননি। বলেছিলেন, 'তোমার এমন একটা মুখ যেটা আমরা সকলে মেকআপ করার পর পাই'।
advertisement
6/10
বলিউডের অন্যতম সফল ছবি 'আশিকি' দেখেননি, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। পর্দায় রাহুল রয় এবং নায়িকা অনু আগরওয়াল। নয়ের দশকে এই ছবি এবং ছবির প্রতিটা গানে মেতে উঠেচিল আসমুদ্র হিমাচল।
advertisement
7/10
প্রথম ছবির সাফল্যের সঙ্গেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন অনু আগরওয়াল। এই সাফল্য তিনি আর কোনও ছবি থেকেই পাননি। 'আশিকি গার্ল'এর বর্তমান চেহারা দেখলে চিনতে পারা যায় না। কিন্তু সামনে আসে না তাঁর লড়াইয়ের গল্প। মনের জোরে শুধু বলেছিলেন "আমিও পারি"।
advertisement
8/10
এমনকী প্রযোজক-পরিচালক সাওয়ান কুমার তক 'খলনায়িকা' ছবিতে অনু আগারওয়ালকে লিড রোলে কাস্ট করেন বলিউড ডিভা রেখার পরিবর্তে। 'খলনায়িকা' ছিল হলিউড ছবির রিমেক। হলিউড ছবির শেষ অধ্যায় পছন্দ হয়নি রেখার। তাই তিনি বলেন রিমেকে শেষটা পাল্টে দিতে। সাওয়ান কুমার বিরক্ত হন রেখার কথায়।
advertisement
9/10
বহু নায়িকা ঘুরে শেষ অবধি অনুকে অফার দেন সাওয়ান কুমার। অনু বলেন হলিউড ছবির মতোই শেষটা হোক এরকম শেষও হিন্দি ছবির বাজারে মিথ ভাঙা ছবি হবে।
advertisement
10/10
সাওয়ান কুমার খুশি হয়ে বলেন, "এই তো নতুন যুগের মেয়েদের দৃষ্টিভঙ্গি আলাদা।" রেখাকে সোজা বাদ দিয়ে অনুকে কাস্ট করেন তিনি। 'আশিকি গার্ল'কে নয়া অবতারে দেখে চমকে যায় দর্শক।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: 'তোমার মুখটা দেখলে মনে হয় একেবারে...', 'আশিকি' নায়িকা অনুকে রেখা এমন কথা বলেছিলেন? কেউ বিশ্বাসই করতে পারে না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল