Bollywood Gossip: ‘বড়লোকেদের বড় কীর্তি’, ঋষি বাড়ি ফিরলেই নীতুর সঙ্গে যা শুরু করতেন, রাতের পর রাত যা দেখত ছোট রণবীর
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Bollywood Gossip: ঋষি-নীতুর দাম্পত্য কলহ চরমে পৌঁছলে যা হত…; মা-বাবার সম্পর্কের বিতর্কিত সমীকরণ নিয়ে মুখ খুললেন পুত্র রণবীর
advertisement
1/10

এক সময় হিন্দি ছবির দুনিয়ায় প্রথম সারির নামীদামি অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন নীতু কাপুর। সত্তর-আশির দশকে চুটিয়ে রাজত্ব করেছেন বি-টাউনে। তাঁর ঝুলিতে রয়েছে ‘অমর আকবর অ্যান্টনি’, ‘দিওয়ার’, ‘কভি কভি’ এবং ‘ইয়ারানা’-র মতো ছবি। সত্তরের দশকের মাঝামাঝি অভিনেত্রীর কেরিয়ার সাফল্যের শিখরে পৌঁছেছিল। Photo- Collected
advertisement
2/10
যদিও বলিউড অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন নীতু। তবে এই তারকা দম্পতির দাম্পত্য জীবন একটা সময় সংবাদমাধ্যমের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিল। Photo- Collected
advertisement
3/10
নীতু এবং ঋষি কাপুরের দাম্পত্য জীবনের তিক্ত পর্বের সাক্ষী হয়েছেন তাঁদের পুত্র রণবীর কাপুরও। প্রায় এক দশক আগে ‘রকস্টার’ ছবি মুক্তির আগে দ্য বিগ ইন্ডিয়ান পিকচার-কে একটি ইন্টারভিউ দিয়েছিলেন অভিনেতা। সেখানে মা-বাবার বিবাহ প্রসঙ্গে বিতর্কিত প্রতিবেদনের বিষয়টা তুলে ধরেছিলেন রণবীর। Photo- Collected
advertisement
4/10
নীতু ও ঋষিপুত্রের কথায়, “আমি একটা বাংলোয় থাকি। আমার মা-বাবা নিচের তলায় থাকতেন আর আমি উপরের তলায়। আমার মনে আছে, আমি রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে সিঁড়িতে বসে থাকতাম আর ওঁদের ঝগড়া শুনতাম। এমনকী জিনিস ভাঙচুর করার আওয়াজও শুনতাম…. প্রত্যেককেই এর মধ্যে দিয়ে যেতে হয়।’’ Photo- Collected
advertisement
5/10
‘‘তবে এটাই শুধু এটাই যে, আমার মা-বাবা সেলিব্রিটি ছিলেন! ফলে তা সংবাদমাধ্যমে জানাজানি হয়ে যেত। আর এর জন্য স্কুলে আমায় বিড়ম্বনার মধ্যে পড়তে হত। যদিও আমার বন্ধুরা এই ব্যাপারে আমায় কিছুই বলেনি। কারণ ওরা আমার ভাল বন্ধু ছিল। তবে কোথাও গিয়ে আমি বুঝতাম কী ঘটছে? কিন্তু এটা তো আমায় সামলে চলতেই হয়েছে।” Photo- Collected
advertisement
6/10
প্রসঙ্গত ১৯৮০ সালের ২২ জানুয়ারি ভালবাসার মানুষ ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীতু কাপুর। এরপরে অবশ্য অভিনেত্রীকে একটিমাত্র ছবিতেই দেখা গিয়েছে। আর সেটি হল ‘গঙ্গা মেরি মা’। Photo- Collected
advertisement
7/10
বিয়ের বছরেই অর্থাৎ ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে এই তারকা জুটির কোল আলো করে জন্মায় তাঁদের প্রথম সন্তান কন্যা ঋদ্ধিমা কাপুর। Photo- Collected
advertisement
8/10
এরপর ১৯৮২ সালে তাঁদের জীবনে আসে পুত্র রণবীর কাপুর। Photo- Collected
advertisement
9/10
তবে কেরিয়ার জীবনে দীর্ঘ বিরতির পর অবশেষে ২০০৯ সালে রুপোলি পর্দায় প্রত্যাবর্তন হয় নীতুর। এরপর থেকে একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। Photo- Collected
advertisement
10/10
এরমধ্যে অন্যতম হল ‘দুনি চার’, ‘জব তক হ্যায় জান’, ‘বেশরম’, ‘স্পেশাল ২৬’ এবং ‘যুগ যুগ জিও’। এদিকে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালের এপ্রিল মাসে প্রয়াত হন ঋষি কাপুর। Photo- Collected