TRENDING:

Ranbir Kapoor: এই ছবিতেই রণবীরের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সাবধান করেছিলেন ঋষি! আফসোস পরিচালকেরও?

Last Updated:
Ranbir Kapoor Career: ছবির মুক্তির আগে একবার দেখতে চেয়েছিলেন ঋষি। পরিচালক ভনসালিও অনিশ্চয়তায় ছিলেন এই কাজ নিয়ে। খুব একটা মূলধারার ছবি নয়তো, সব ঠিক থাকবে?
advertisement
1/8
এই ছবিতেই রণবীরের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সাবধান করেছিলেন ঋষি! আফসোস পরিচালকেরও?
ক্যারিয়ারের শুরুতেই ছেলেকে সাবধান করেছিলেন ঋষি কাপুর। অন্য রকম ছবি করলে ধসে যেতে পারে ভবিষ্যৎ সম্ভাবনা। তাও রণবীর কাপুর বেছে নিয়েছিলেন এই ছবিই। যা সঞ্জয় লীলা ভনসালি পরিচালিত। আজ ১৭ বছর পর কি আফসোস করছেন? 
advertisement
2/8
২০০৭ সালে তৈরি হয়েছিল সেই ছবি। সদ্য উদজাপিত হল সে ছবির ১৭ বছর। স্বতন্ত্র এবং উচ্চাভিলাষী সেই বলিউড প্রকল্প আজও মনে রেখেছেন দর্শক। যদিও বর্ষীয়ান অভিনেতা ঋষির অনুমান ঠিকই ছিল। সেই ছবি বানিজ্যিক সফল হয়নি।
advertisement
3/8
 রণবীরের প্রথম ছবি ছিল সেটি। নায়িকা সোনম কাপুর। তাঁরও আত্মপ্রকাশ সেই ছবিতেই। পরিচালক ভনসালিও অনিশ্চয়তায় ছিলেন এই কাজ নিয়ে। খুব একটা মূলধারার ছবি নয়তো, সব ঠিক থাকবে?
advertisement
4/8
ভনসালি নিজেই পরে জানান ঋষি কাপুরের সেই উক্তির কথা। ঋষি ভেবেছিলেন, এই ছবি তাঁর পুত্রের ক্যারিয়ার ধ্বংস করে দেবে। তিনি মোটেও খুশি ছিলেন না ছেলের ডেবিউ নিয়ে। কেবল দর্শকরা বিভ্রান্ত হবেন তা নয়, রণবীরের উদীয়মান ক্যারিয়ারে এই ছবিই কাল হয়ে দাঁড়াবে, সাফ বলেছিলেন ঋষি।
advertisement
5/8
ছবির মুক্তির আগে একবার দেখতে চেয়েছিলেন ঋষি। সঞ্জয় গোপনীয়তা রক্ষা করতে বদ্ধ পরিকর ছিলেন। মুক্তির আগে একটি ফ্রেমও কাউকে দেখাননি তিনি। ঋষিকে বলে দেন, "ছবি শেষ হয়নি এডিট"।
advertisement
6/8
ঋষি প্রথম যখন দেখলেন, খেপে গেলেন! 'সাওয়ারিয়া' তাঁর পুত্রের ক্যারিয়ারের জন্য অত্যন্ত ঝুঁকির হয়ে গিয়েছে বলে মনে হয়েছিল তাঁর। বলিউডের প্রচলিত গল্প বলার ধারাকে ভেঙেছিল এই ছবি। শৈল্পিক দিকনির্দেশনাকে প্রতিফলিত করে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিল 'সাওয়ারিয়া।
advertisement
7/8
যদিও নীল-আভাসিত সেট যা স্বপ্নের দৃশ্যের কথা মনে করিয়ে দেয়—সমালোচক এবং দর্শকদের মধ্যে একইভাবে বিতর্কের বিন্দু হয়ে ওঠে। অনেকে ফিল্মটির স্টাইলাইজড "নীল" চেহারাকে বিভ্রান্তিকর বলে মনে করেছেন, কেউ কেউ এটিকে একটি "নীল ছবি" হিসাবে ডাব করেছেন।
advertisement
8/8
ভনসালি বলেন, "আমি সাওয়ারিয়াতে যা করার চেষ্টা করেছি তা নিয়ে অনেক সমালোচক এবং সিনেস্ট বিস্মিত হয়েছিলেন"। মিশ্র অভ্যর্থনা পেলেও ভনসালির এই ছবি নিয়ে আফসোস নেই। রণবীর-সহ কলাকুশলীর প্রশংসায় পঞ্চমুখ তিনি আজ ১৭ বছর পরেও।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ranbir Kapoor: এই ছবিতেই রণবীরের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সাবধান করেছিলেন ঋষি! আফসোস পরিচালকেরও?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল