TRENDING:

Natasa Love and Breakup: বারবার বহু পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে নাতাশার! হার্দিককে বিয়ের আগে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, লিভইন, টেকেনি কোনওটাই

Last Updated:
Natasa Love and Breakup: বারবার সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি৷ নাতাশার বিয়ের আগে ছিল কতগুলো সম্পর্ক৷
advertisement
1/8
বারবার বহু পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে নাতাশার! হার্দিককে বিয়ের আগে যা করেছেন
নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া আলাদা হয়ে গেছেন। বিয়ে থেকে বিচ্ছেদ সব খবর দিয়ে ফ্যানরা বারবার চমকে যাচ্ছেন এই দম্পতি। দু'জনেই তাঁদের ভেঙে যেতে পারা সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চালাচ্ছিলেন৷  তবে দু'জনেই যে সময় গুজব ছিল তা নিয়ে নীরবতা রেখেছিলেন৷
advertisement
2/8
নাতাশা সার্বিয়ায় তাঁর বাবা-মায়ের বাড়িতে পৌঁছেছেন এবং সেখানে পৌঁছানোর সাথে সঙ্গেই তারা দুজনেই তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে বহু ফ্যানের হৃদয় ভেঙে দিয়েছেন। তৃতীয়বার প্রেমে ভেঙে পড়েছে নাতাশার হৃদয়। হার্দিককে বিয়ে করার আগে অভিনেত্রী একজন অভিনেতা ও ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু এই সম্পর্কগুলোও ভেঙে যায়। এর পেছনের কারণও জানা গেল।
advertisement
3/8
‘कभी किसी को मुकम्मल जहां नहीं मिलता,कहीं जमीं तो कहीं आसमां नहीं मिलता, बुझा सका है भला कौन वक्त के शोले, ये ऐसी आग है जिसमें धुआं नहीं मिलता.’ -অর্থাৎ 'কেউ কখনো পরিপূর্ণতা খুঁজে পায় না, কোথাও জমি তো  কোথাও আবার আকাশ একে অপরের সঙ্গে মিলতে পারে না। সময়ের আগুন কে নিভাতে পারে?এটা এমন একটা আগুন যেখানে ধোঁয়া নেই।’ এই কবিতাই হার্দিকের স্ত্রীয়ের লভ লাইফকে সঠিকভাবে বিবরণ দেয়৷
advertisement
4/8
বিয়ের আগে নাতাশা একবার নয় দু'বার প্রেমে পড়েছিলেন। কিন্তু এই ভালবাসা সে সময়ে পূর্ণতা পায়নি৷  ভাঙা হৃদয় জুড়ে  হার্দিক পান্ডিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেন। কিন্তু বিয়ের ৪ বছর পর ফের তাঁর হৃদয় ভেঙে গেল৷
advertisement
5/8
টিভি অভিনেতা আলি গনির সঙ্গে প্রথম প্রেমে পড়েন নাতাশা স্ট্যানকোভিচ। একটি ডান্স রিয়েলিটি শোতে দু'জনকে একসঙ্গে দেখা গেছে। আলি ও নাতাশার প্রথম সাক্ষাতের আয়োজন করেছিলেন আলির এক আত্মীয়। দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, তারপর প্রেম। ২০১৪ সালে আলি ও নাতাশার সম্পর্ক হয়। সংবাদমাধ্যমের খবর অনুসারে, তাঁরা দুজন লিভ-ইন সম্পর্কেও ছিলেন।
advertisement
6/8
এক বছর একসঙ্গে থাকার পর তাদের দু’জনের বিচ্ছেদ ঘটে। এটাই ছিল প্রথম ব্রেকআপ। এক সাক্ষাৎকারে নাতাশার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ জানিয়েছিলেন আলি। তিনি বলেছিলেন যে বিচ্ছেদের কারণ ছিল সাংস্কৃতিক পার্থক্য। তিনি আরও বলেছিলেন যে তিনি কেবল একজন ভারতীয় মেয়ের সঙ্গেই থাকতে চান। @natasastankovic__/
advertisement
7/8
আলি গনির সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী স্যাম মার্চেন্টকে ডেট করেন নাতাশা। তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি এবং কয়েক মাসের মধ্যেই দু’জনে আলাদা হয়ে যায়।
advertisement
8/8
প্রেমে দু’বার ধোঁকা খাওয়ার পর নাতাশার জীবনে আসেন হার্দিক। দু’জনেরই প্রথম দেখা হয়েছিল এক নাইট ক্লাবে। এখানেই দু’জনের বন্ধুত্ব হয়। এরপর নিজের সম্পর্কের কথা জানিয়ে ফ্যানদের চমকে দেন তিনি। এই দম্পতি ২০২০ সালে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন এবং পরে তাঁদের ছেলের জন্মের পরে আবার বিয়ে করেছিলেন। দুই ধর্মের রীতি মেনেই এই বিয়ে হয়েছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Natasa Love and Breakup: বারবার বহু পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে নাতাশার! হার্দিককে বিয়ের আগে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, লিভইন, টেকেনি কোনওটাই
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল