Bollywood Gossip: বলিউডে তিনি এখন সকলের হার্টথ্রব, তাঁর বাবা খ্রিস্টান, মা শিখ, স্ত্রী হিন্দু আর ভাই মুসলিম, কঠিন পথ হেঁটে আজ তিনি...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
success story ছোটবেলায় তিনি কোথায় থাকতেন তাঁর বন্ধুরা যখন জানতে পারে তাঁরা সকলেই চমকে গিয়েছিল৷ এমনকি তাঁর বাড়ি দেখার পর তাঁদের ব্যবহার তাঁর সঙ্গে বদলে গিয়েছিল৷
advertisement
1/11

: বলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেতা রয়েছেন যাঁদের অভিনয়ের গুণে সকলেই মুগ্ধ হয়ে যান৷ এইরকম সেরা অভিনেতা যিনি মন জিতে নিচ্ছেন তাঁর মধ্য এই অভিনেতাকে নিশ্চিতভাবে রাখবেনই৷ বিধু বিনোদ চোপড়ার সিনেমায় তাঁর পারফরম্যান্স সকলের মনে জায়গা করে দিয়েছে৷
advertisement
2/11
এই মুহূর্তে তিনি পিতৃত্বের স্বাদ পেয়েছেন৷ তাঁর স্ত্রী সদ্য সন্তান জন্ম দিয়েছেন৷ টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু এই বিখ্যাত অভিনেতার৷ শুরুর কেরিয়ারে তিনি একাধিক আকর্ষণীয় সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন৷
advertisement
3/11
তিনি হলেন বিক্রান্ত মাসি৷ এই মুহূর্তে তিনি 12th Fail সিনেমার সাফল্যের আনন্দ উপভোগ করেছেন৷ বিধু বিনোদ চোপড়ার এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন মেধা শংকর৷
advertisement
4/11
মির্জাপুর সিরিজে তাঁর অভিনয় সকলকে বুঝিয়ে দিয়েছিল তিনি লম্বা রেসের ঘোড়া৷ সেই সময় থেকেই দর্শকের ভালবাসা পেতে শুরু করেন৷ তিনি এছাড়াও টিভি সিরিয়ালেও কাজ করেন কবুল হ্যায়, বালিকা বধূতেও৷
advertisement
5/11
তবে টেলিভিশন কেরিয়ার ছাড়েন বিক্রান্ত- এরপর পা রাখেন বলিউডের সিনে দুনিয়ায়৷ ২০১৩ সালে তিনি ফার্স্ট মোশন পিকচার লুটেরাতে অভিনয় করেন রণবীর সিং ও সোনাক্ষী সিং -র সঙ্গে৷
advertisement
6/11
তাঁর নিজের স্টারডমে সুপারহিট সিনেমা টুয়েলভথ ফেল যেখানে তিনি আইপিএস অফিসার মনোজ কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন৷ তাঁর সত্যি জীবনের উপরেই তৈরি এই সিনেমা৷
advertisement
7/11
তিনি জানিয়েছেন ছোটবেলায় তিনি কোথায় থাকতেন তাঁর বন্ধুরা যখন জানতে পারে তাঁরা সকলেই চমকে গিয়েছিল৷ এমনকি তাঁর বাড়ি দেখার পর তাঁদের ব্যবহার তাঁর সঙ্গে বদলে গিয়েছিল৷
advertisement
8/11
সেই সময়েই তিনি বুঝে গিয়েছিলেন পয়সাই এমন একটা জিনিস যা মানুষকে সম্মান এনে দেয়!কিন্তু তিনি শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে এটি তাকে প্রশান্তি এনে দেয় না৷
advertisement
9/11
তিনি নিজে বলেছেন, ‘‘টেলিভিশনে কাজ করে আমি অনেক টাকা রোজগার করেছি৷ আমি নিজের প্রথম বাড়ি কিনি ২৪ বছর বয়সে৷ সেই সময়ে আমি প্রতি মাসে ৩৫ লক্ষ টাকা উপার্জন করছিলাম৷ আমি যে পরিবার থেকে আসি সেখানে এই টাকা অনেক কারণ সেখানে চাহিদা মেটাতে টাকা শেষ হয়ে যেত৷ ’’
advertisement
10/11
তিনি আরও বলেন, ‘‘আমি আমার মা, বাবা-র জন্য বাড়ি কিনি, ধার মেটাই, বাবা -মাকে একটা ভাল জীবন দিই, কিন্তু তাও শান্তিতে ঘুমোতে পারছিলাম না৷ আমি ওই মঞ্চ ছেড়ে দিই কারণ ভাল কাজ আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল৷ আমার সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায়, শীতল (স্ত্রী) আমায় অডিশনে যাওয়ার জন্য টাকা ধার দিত৷’’
advertisement
11/11
বিক্রান্ত ও শীতল ২০২২ -র ১২ ফেব্রুয়ারি বিয়ে করেন৷ ৭ ফেব্রুয়ারি তাঁদের সন্তান জন্মেছে৷ তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী হিন্দু, তাঁর ভাই ইসলামে ধর্মান্তরিত, তাঁর বাবা খ্রিস্টান, মা শিখ৷ তাঁর মতে যে কোনও মানুষের অধিকার রয়েছে নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখার, কারণ ধর্ম মানুষের দ্বারাই তৈরি৷