TRENDING:

Bollywood Gossip: এইসব কাজ করে আসা মেয়ে আবার সন্ন্যাসিনী, লুকনো কারণ সামনে আসতেই যা করা হল মমতা কুলকার্নিকে

Last Updated:
Bollywood Gossip: এই সব কেলেঙ্কারি করা মেয়ে কী করে সন্ন্যাসিনী হয়, চরম পদক্ষেপ নিল কিন্নর আখড়া...
advertisement
1/9
দুধ ঢেলে কুম্ভে সন্ন্যাসিনী হওয়া মমতার খতম, সব কেলেঙ্কারি সামনে আসতেই , খেলা শেষ...
বলিউডেও তিনি যতদিন থেকেছেন নানা গরমাগরম গসিপ দিয়েছেন, অভিনয় ছাড়ার পরেও যতবার শিরোনামে এসেছেম কোনও না কোনও কেলেঙ্কারির কারণেই এসেছেন৷ এবারের মহাকুম্ভে হঠাৎই শিরোনামে চলে আসেন বলিউডের গসিপ কুইন  মমতা কুলকার্নি৷ দিন সাতেকের মধ্যেই তিনি আর কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর নন। মাত্র ৭ দিনের মধ্যে মহামণ্ডলেশ্বরের মুকুট ছিনিয়ে নিয়েছে কিন্নর আখড়া।
advertisement
2/9
সম্প্রতি মমতা কুলকার্নি সন্ন্যাস দীক্ষা নেন এবং কিন্নর আখড়ায় যোগ দেন। মহাকুম্ভে তিনি মহামণ্ডলেশ্বর উপাধিতে ভূষিত হন। তাঁর প্রবেশের পর থেকেই কিন্নর আখড়ায় তোলপাড় শুরু হয়। কিন্নর আখড়াতে মমতা কুলকার্নির প্রবেশ  নিয়ে শুরু থেকেই মতপার্থক্য ছিল। কিন্তু সাতদিনের মধ্যেই সব বিভ্রান্তির অবসান হয়েছে। কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয়দাস মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দিয়েছেন।
advertisement
3/9
আচার্য মহামণ্ডলেশ্বর ডক্টর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকেও আখড়া বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছে৷ তিনিই মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর উপাধি দিয়েছিলেন। মমতা কুলকার্নির বিরুদ্ধে বিবৃতি জারি করেছে কিন্নর আখড়া। এই বিবৃতিতে মমতা কুলকার্নির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ জানানো হয়েছে। এখন প্রশ্ন হল কী এমন কারণ ঘটল যাচে মাত্র সাতদিনেই মমতা কুলকার্নির সেই কথাগুলি জেনে ফেলল কিন্নড় আখড়া৷  এই কথাগুলি কিন্নর আখড়াকে বিচলিত করেছে৷
advertisement
4/9
প্রথম কথা: কিন্নর আখড়ার প্রথম সমস্যা ছিল মমতা কুলকার্নিকে সরাসরি মহামণ্ডলেশ্বর উপাধি দেওয়া হয়েছিল। মমতা কুলকার্নির প্রথমে ত্যাগের পথে যাওয়া উচিত ছিল। তারপর সন্ন্যাসী হওয়া উচিত ছিল। এরপর যদি তাকে মহামণ্ডলেশ্বর উপাধি দেওয়া হতো তাহলে হয়তো কোনও সমস্যা হতো না। কিন্নর আখড়া নিজেদের  জারি করা বিবৃতিতে এই তথ্যটি তুলে ধরেছে৷
advertisement
5/9
দ্বিতীয় কথা: মমতা কুলকার্নি চলচ্চিত্র জগতের।  বা বলা ভাল বলিউডের৷  ফিল্ম দুনিয়া থেকে আসাটা বড় কারণ ছিল না। আসল কারণ হলো চলচ্চিত্রে তাঁর বোল্ড কাজকর্ম। তিনি ৯০-র দশকে টালাস ফটোশুট করেছিলেন। এই বিষয়ে কিন্নর আখড়ার অনেকেরই আপত্তি ছিল।
advertisement
6/9
তৃতীয় বিষয়: মমতা কুলকার্নির নামও জড়িয়েছিল আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। অভিযোগ রয়েছে, মমতা চলচ্চিত্র জগত ছেড়ে দুবাইতে মাদক মাফিয়া ভিকি গোস্বামীকে বিয়ে করেছিলেন। এক সময়ে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে এবং আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগের অভিযোগও রয়েছে।
advertisement
7/9
চতুর্থ বিষয়: আখড়ার নিয়ম হল যে ব্যক্তি মহামণ্ডলেশ্বর হবেন তাঁকে অবশ্যই সন্ন্যাসী হতে হবে এবং তাঁর মুণ্ডন হতে হবে। মুণ্ডন অনুষ্ঠান না হলে সন্ন্যাস বৈধ নয়। মমতা কুলকার্নি সন্ন্যাসিনী ছিলেন না বা তিনি মুণ্ডন অনুষ্ঠানও করেননি।
advertisement
8/9
পঞ্চম কথা: কিন্নর আখড়ার নিয়ম অনুযায়ী আখড়ার সন্ন্যাসীদের গলায় বৈজন্তী মালা পরতে হয়। কিন্তু মমতা কুলকার্নি পরেছিলেন রুদ্রাক্ষের মালা। মমতা কুলকার্নির মহামণ্ডলেশ্বর উপাধি কিন্নর আখড়ার নিয়ম অনুসারে ছিল না।
advertisement
9/9
এসবই এমন কিছু, যার জেরে আখড়ার সদস্যদের মধ্যে গণ্ডগোল তৈরি হয়। মমতা কুলকার্নির পুরনো ইতিহাসের কারণে কিন্নর আখড়ার একটি বড় অংশ অস্বস্তি বোধ করছিল। এই কারণেই আজ কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা মমতা কুলকার্নির পাশাপাশি আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকেও সেখান থেকে বার করে দিলেন। আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি ২০১৫-১৬ উজ্জয়িনী কুম্ভে মহামণ্ডলেশ্বর হয়েছিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: এইসব কাজ করে আসা মেয়ে আবার সন্ন্যাসিনী, লুকনো কারণ সামনে আসতেই যা করা হল মমতা কুলকার্নিকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল