Bollywood Gossip: বিক্রি করেছেন বাদাম-ডিম, হয়েছেন বাস কন্ডাক্টর! কে এই বলিউড তারকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: তিনি ইনদওরে ২০০৩ সালে মারা যান। জনি ওয়াকার প্রায় ২০ বছর ধরে বাডওয়ালি পোস্ট ও ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। মুম্বই যাওয়ার পরও তিনি এখানে আসতে থাকেন। তাঁর মেয়েরও বিয়েও দেন ইনদওরে৷
advertisement
1/7

বলিউডে সাফল্য পাওয়া বিভিন্ন অভিনেতা- অভিনেত্রীর নানা আজব গল্প রয়েছে৷ একাধিক অভিনেতা শুরুর জীবনে একেবারে অসম্ভব কষ্ট করে পরে তারকা হয়ে উঠেছিলেন এরকমই এক অভিনেতার অজানা গল্প আপনাদের জন্য৷ যাঁর ইনদওর শহরের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তিনি এই শহরে নিজে স্কুল জীবনের পাঠ নিয়েছেন৷ কেরিয়ার জীবনের শুরুটা লড়াইতে ভরা৷ ডিম এবং চিনাবাদাম বিক্রি করেছেন। পরে তিনি মুম্বই চলে আসেন, সেখানেও তাঁকে দারুণ কষ্ট করতে হয়েছিল৷ তিনি বাস কন্ডাক্টরের কাজও করেছিলেন৷
advertisement
2/7
বদরুদ্দিন কাজী নামে পরিচিত এই ব্যক্তি বলিউড চলচ্চিত্র জগতে জনি ওয়াকার হিসেবে নিজের পরিচয় তৈরি করেন। নাম এবং খ্যাতি অর্জনের পরও, তিনি শৈশবের ইনদওরকে ভুলে যাননি৷ ২৯ জুলাই তাঁর মৃত্যুবার্ষিকী ছিল।
advertisement
3/7
১৯২৬ সালে জন্মেছিলেন জনি ওয়াকার৷ সে সময়ের রেসিডেন্সি স্কুল যা এখন সংযোজিতগঞ্জ উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশুনো করেন৷ তিনি বারওয়ালি চৌকি এলাকায় থাকতেন। তাঁর বাবা চাকরি করতেন মিলে। ছোটবেলায় লড়াইয়ের দিনেও ডিম ও চিনাবাদাম বিক্রি করেছেন জনি ওয়াকার।
advertisement
4/7
মুম্বই পৌঁছেও তাঁকে সংগ্রাম করতে হয়েছিলষ জনি ওয়াকার তাঁর বাবার সঙ্গে সেই সময়ের বোম্বে ও এখনকার মুম্বাইতে আসেন। তিনি বাস কন্ডাকটরের কাজ করার সময় বিভিন্ন মানুষের নকল করতেন।
advertisement
5/7
বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতে গিয়েই সিনেমায় চান্স পান তিনি। প্রথমদিকের ছবিতে তাঁকে শুধু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেওয়া হত। তারপর গুরু দত্ত তাকে বাজি ছবিতে সুযোগ দেন এবং তাঁর নাম রাখেন জনি।
advertisement
6/7
বলিউড সিনেমায় তিনি একাধিক ছবিতে মাতালের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি অনেক ছবিতে মদ্যপ হিসাবে অভিনয় করেছিলেন, কিন্তু রিয়েল লাইফে তিনি কখনও মদ খেতেন না৷
advertisement
7/7
তিনি ইনদওরে ২০০৩ সালে মারা যান। জনি ওয়াকার প্রায় ২০ বছর ধরে বাডওয়ালি পোস্ট ও ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। মুম্বই যাওয়ার পরও তিনি এখানে আসতে থাকেন। তাঁর মেয়েরও বিয়েও দেন ইনদওরে৷